রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

উৎসবমুখর পরিবেশে শেখ রাসেলের নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে শেখ রাসেলের নির্বাচন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের (২০২১-২৪) নির্বাচন। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ৬০ জন প্রার্থীর মধ্যে ৩০ জন পরিচালক বেছে নেন ভোটাররা। ৯৮ জন ভোটারের মধ্যে ৮৮ জন ভোট দেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়েছে। ৮৪ জনের ভোট গণনা করে ৩০ জনকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচিত ৩০ জন পরিচালক নতুন কমিটি ঘোষণা করবেন। একজন চেয়ারম্যান, একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুই জন ভাইস চেয়ারম্যান, একজন করে ডিরেক্টর ইনচার্জ, ডিরেক্টর ফাইন্যান্স এবং ডিরেক্টর স্পোর্টস নির্বাচিত করা হবে।শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাফুফে সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন, ‘শেখ রাসেল ক্রীড়া চক্রের এ নির্বাচন দেশের ক্লাবের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করলো।’ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘ক্লাবের এমন নির্বাচন সত্যিই দারুণ ব্যাপার। এতে গণতন্ত্রের চর্চা যেমন বাড়বে তেমনি  খেলাধুলাও অনেক এগিয়ে যাবে।’

সর্বশেষ খবর