জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই পরবর্তী কোচ নিয়ে নানা গুজব রটেছিল। রাউল গঞ্জালেস, ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি, অ্যান্তোনিও কন্তে, পচেত্তিনোদের নাম শোনা গিয়েছিল। তবে সবাইকে বাদ দিয়ে পুরনো কোচ কার্লো আনচেলত্তির ওপরই আস্থা রাখল রিয়াল মাদ্রিদ। তিন বছরের চুক্তিতে ইতালিয়ান কোচকে দলে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১৩-১৫ সালে দলটিতে কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। সে সময় রিয়াল মাদ্রিদকে ১০ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দিয়েছিলেন তিনি। এসি মিলানের কোচ হিসেবেও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আনচেলত্তি। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ইতালিয়ান কোচের অধীনে টানা ২২ ম্যাচ জয় পেয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করার আগে তিনি ইংলিশ ক্লাব এভারটনের দায়িত্ব ছেড়ে এসেছেন।