বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

রকিবুলের নেতৃত্বে যুব বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজে ১৪ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৬ দলের যুবদের এ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতকাল রকিবুল হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রকিবুল। এ ছাড়াও গত যুব বিশ্বকাপজয়ী দলের দুজন আছেন এবারের দলে- প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিব। ভারতে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে খেলা দলটাই মূলত যাচ্ছে বিশ্বকাপে। ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন কেবল জিশান আলম। অবশ্য রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন জিশান ও আহসান হাবিব লিওন। স্ট্যান্ড বাই হিসেবে আছেন মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, শাকিব শাহরিয়ার ও গোলাম কিবরিয়া। বিশ্বকাপের জন্য ঘোষিত দল সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও খেলবে। ২০ ডিসেম্বর এশিয়া কাপ খেলতে যাত্রা করবে দল। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, মেহরব হাসান, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. ফাহিম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তাজিম হাসান সাকিব, নাইমুর রহমান নয়ন।

 

সর্বশেষ খবর