ঈদের পর পাইওনিয়ার ফুটবল লিগ মাঠে গড়াবে। গতকাল ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে
সহ-সভাপতি মো. ইমরুল হাসান। পাইওনিয়ার লিগের খেলোয়াড় নিবন্ধনের শেষ তারিখ ৩০ মার্চ। এবার লিগের পৃষ্ঠপোষকতা করবে বসুন্ধরা গ্রুপ। সভায় ইমরুল হাসান বলেন, ‘পাইওনিয়ার লিগ থেকে অনেক তারকা খেলোয়াড় তৈরি হয়েছে। যারা ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠ কাঁপিয়েছেন।’