আঙুলের ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে নেই মেহেদী হাসান মিরাজ। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার সময় ডান হাতের আঙুলে আঘাত পান। টেস্ট করার পর দেখা যায় চিড় ধরেছে অলরাউন্ডারের আঙুলে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছিলেন মিরাজ। এক্স-রে করে দেখা যায় চিড় ধরেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না।’
প্রথম টেস্টে মিরাজ না থাকায় দলে ডাকা হয়েছে নাঈম হাসানকে।
শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে ৮ মে। প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি ২৩ মে শুরু হবে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস ঠিক থাকলে)।