বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১৯৯৪ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা রিস্টো ও সালেনকো

১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্র। সেবার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ভাগ করে নেন বুলগেরিয়ার রিস্টো স্টয়চকভ ও রাশিয়ার ওলেগ সালেনকো। উভয়ের গোল সংখ্যা সাত।

দুজনেই নিজ নিজ দেশের পক্ষে ছয়টি করে গোল করেন। সে বছর বুলগেরিয়া সেমিফাইনাল খেলে। রাশিয়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। সেই বিশ্বকাপে রাশিয়ার সাতটি গোলের মধ্যে ছয়টিই করেছিলেন ওলেগ সালেনকো।

সর্বশেষ খবর