মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শ্রীরামের চুক্তি কি নবায়ন করবে বিসিবি?

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে ছক্কা মারার পর পরই সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাজঘরে ফিরে চেয়ারে বসতেই দলের ‘টেকনিক্যাল কসনালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম ছুটে আসেন মোসাদ্দেকের কাছে। আউটের ধরন নিয়ে বকাঝকাও করেন। টিভিতে এই চিত্র দেখে যায় পরিষ্কার, শ্রীরাম দলের ক্রিকেটারদের কাছে শতভাগ চান। ভারতীয় বংশো™ভুত অস্ট্রেলিয়ার সাবেক সহকারী কোচকে বিসিবি নিয়োগ দিয়েছিল রাসেল ডমিঙ্গোর জায়গায়। টি-২০ এশিয়া কাপের আগে নিয়োগ। চুক্তি ছিল টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ছিল দুই ম্যাচের সিরিজ। অগোছালো একটি দলকে দায়িত্ব নিয়ে বিশ্বকাপে গুছিয়ে ফেলেন। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ সৃষ্টি হয়েছিল বাংলাদেশের। ভারত ও পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন শেষ হয়ে যায়। সেমিফাইনাল খেলতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স নজর কেড়েছে। ক্রিকেটাররা প্রশংসা করেছেন শ্রীরামের। তার চুক্তি শেষ হয়েছে টাইগারদের। এখন তার সঙ্গে চুক্তি বাড়াবে কি না, বিসিবি সিদ্ধান্ত নেয়নি। বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে শ্রীধরন শ্রীরামের উপর দায়িত্ব তুলে দেওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর