মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাটলার-হেলসের পর শান্ত

ক্রীড়া ডেস্ক

বাটলার-হেলসের পর শান্ত

নাজমুল হোসেন শান্ত

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পাওয়ায়  নাজমুল হাসান শান্তকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। অথচ তিনিই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। এমনকি মূল পর্বে রান সংগ্রহের দিক দিয়ে ওপেনারদের মধ্যে তিন নম্বরে আছেন শান্ত। ২৯৬ রান নিয়ে আসরে শীর্ষ রান সংগ্রাহক ভারতের হয়ে তিন নম্বরে খেলা বিরাট কোহলি। মূল পর্বে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের। ২৫৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দুইয়ে আছেন বাটলারের ওপেনিং পার্টনার অ্যালেক্স হেলস। ২১২ করেন তিনি।

মূল পর্বে ওপেনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান করেন নাজমুল হাসান শান্ত। পাঁচ ম্যাচে ১৮০ রান এই বাঁহাতি ওপেনারের। বাটলার-হেলস অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছেন। চারে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। সাত ম্যাচে তাঁর সংগ্রহ ১৭৫ রান। পঞ্চম স্থানে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ের ১৪৫ রান। ১২৮ রান নিয়ে ভারতের লোকেশ রাহুল ৬ নম্বরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর