এবার বিশ্বকাপে বড় চমক মরক্কো। আফ্রিকার এ দেশটি নকআউট পর্বে খেলবে কিনা সংশয় ছিল। অথচ তারাই কিনা আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। মরক্কোর পারফরম্যান্সে আমি মুগ্ধ।
তবে খারাপও লাগছে, ফুটবলে বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ হয়েও বাংলাদেশ কখনো বিশ্বকাপ খেলবে কিনা নিশ্চয়তা নেই। সালাউদ্দিন, সান্টু, এনায়েত, চুন্নু, মুন্না, কায়সার, আসলাম, সাব্বির ভাইসহ কত নামকরা ফুটবলার। অথচ ফুটবলে বড় কোনো চমক নেই। যাক কষ্ট থাকলেও মরক্কো যোগ্যতা প্রদর্শন করে এখানে এসেছে। বেলজিয়ামকে পাত্তা দেয়নি। রোনালদোর পর্তুগালকেও কোয়ার্টার ফাইনালে বিদায় করেছে। আজ তারা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লড়বে। যদি জিতে যায় তাহলে আমি বলব বিশ্বকাপ ইতিহাসে বড় অঘটন ঘটবে। আমি বিশ্লেষক বা গবেষক নই। সামান্য নারী ফুটবলার। তারপরও আমি আজকের ম্যাচে ফ্রান্সকেই এগিয়ে রাখব।