মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বাসই হচ্ছে না মেসির

ক্রীড়া ডেস্ক

বিশ্বাসই হচ্ছে না মেসির

টাইব্রেকারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ফুটবলার ও সমর্থকরা লুসাইল স্টেডিয়ামে উল্লাসে মেতেছিলেন। দীর্ঘ ৩৬ বছর পর ট্রফি জয় উৎসব তো বাধভাঙা হবেই। তবে বিশ্বকাপ জেতার পেছনে যার অবদান বেশি সেই মহানায়ক শিশুর মতো হেসেই চলেছিলেন। যে ট্রফি জেতার জন্য এত সাধনা ও পরিশ্রম সেটি জিতে দেখা গেল মেসির মুখে শুধু চওড়া হাসি। ফাইনালে নিজে দুটো গোলও করেছেন। তারপরও মেসি বিশ্বাসই করতে পারছিলেন না যে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। ম্যাচ শেষে সে কথাই লিখলেন মেসি। জানালেন তাঁর অনুভূতির কথা। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছেন মেসি। দলীয় ও ব্যক্তিগত সব ট্রফিই তাঁর জেতা ছিল। বার্সেলোনা ও পিএসজির হয়ে ট্রফি জিতেছেন। দেশের হয়ে কোপা আমেরিকা জিতেছেন। ২০১৪ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও দেশকে ট্রফি এনে দিতে পারেননি।

মেসি লিখেছেন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম ম্যারাডোনার মতো বিশ্বকাপের ট্রফি আমার হাতে উঠবে। এটা পাওয়ার জন্য কত অপেক্ষা। বারবার ব্যর্থ হচ্ছিলাম। ২০১৪ সালে জার্মানির কাছে হারার পর সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম বিশ্বকাপে আর খেলব না। অনেকের অনুরোধে তা করিনি। এখন সেই স্বপ্ন পূরণ হওয়ার পরই বিশ্বাসই হচ্ছে না আর্জেন্টিনা আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। পরিবারকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ তাদের যারা আমার ওপর আস্থা রেখেছিল আমি পারব। আরও একবার প্রমাণ হয়ে গেল আর্জেন্টিনা এক থাকলে সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব। মেসি লিখেছেন বন্ধ দুয়ার আমরা খুলে ফেলেছি। আমার বিশ্বাস আর্জেন্টিনা সামনে আরও ভালো করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর