মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ট্র্যাজিক হিরো এমবাপ্পে!

আসিফ ইকবাল

ট্র্যাজিক হিরো এমবাপ্পে!

কিলিয়ান এমবাপ্পে; প্রায় শত বছরের বিশ্বকাপ ফুটবল ইতিহাসের ট্র্যাজিক হিরো! হতে পারতেন তিনি নায়ক, মহানায়ক। কিন্তু ফুটবল মহাযজ্ঞের গল্পগাঁথা যে এমনভাবে লেখা হবে- তাই ২৪ বছর বয়সী ফরাসি ফুটবল যোদ্ধার নায়ক, মহানায়ক, এমন কী বীর হয়ে উঠা হয়নি। অবশ্য খলনায়কও বলা যাবে না তাকে। অবিশ্বাস্য ফুটবল খেলে ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ উপহার দিতে পারেননি। ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে ছাপিয়ে নায়ক হতে পারেননি। ৯২ বছরের ফুটবল ইতিহাসে এমবাপ্পে দ্বিতীয় ফুটবলার, যিনি ফাইনালে হ্যাটট্রিক করেছেন। ইংল্যান্ডের জিওফ হার্স্ট এতদিন ফাইনালে একমাত্র হ্যাটট্রিকম্যান হিসেবে রেকর্ডটিকে নিজের করে রেখেছিলেন। ৮৬ বছর বয়স্ক হার্স্ট বিশ্বাস করতেন, তার জীবদ্দশায় কখনোই ফাইনালে হ্যাটট্রিক দেখবেন না। কিন্তু ইংলিশ স্ট্রাইকারকে অবাক করে উসাইন বোল্টের গতির ফুটবল খেলে হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে। ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সোনালি পাতায় নিজের নাম লিখেছেন হীরকখণ্ডে। ফাইনালে হ্যাটট্রিকসহ ৮ গোল করে এমবাপ্পে জিতেছেন ফুটবলারদের স্বপ্নের ‘গোল্ডেন বুট’। অথচ শ্বাসরুদ্ধকর ফাইনাল টাইব্রেকারে হেরে হতাশায় ভেঙে মলিন মুখে বসেছিলেন রিজার্ভ বেঞ্চে। গোল্ডেন বুট পুরস্কারটি নেওয়ার সময় মুখে ছিল না হাসি। এমন কষ্টের সময় এমবাপ্পে পাশে পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। সন্তানের ভালোবাসায় ম্যাক্রো বুকে টেনে নিয়েছেন কাতার বিশ্বকাপের ট্র্যাজিক হিরোকে।

এমবাপ্পের বয়স মাত্র ২৪। ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন, সেবারই প্রথম বিশ্বকাপ জয় করে ফ্রান্স।  সেদিনের জন্ম নেওয়া শিশু ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে অংশ নেন মাত্র ২০ বছর বয়সে। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে একটি গোলও করেছিলেন। ৪ গোল করে জিতেছিলেন বিশ্বকাপের সবচেয়ে উদীয়মান ফুটবলারের পুরস্কার। এবার জিতেছেন গোল্ডেন বুট। ফাইনালে করেছেন হ্যাটট্রিক। অথচ ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত মেসির আজেন্টিনা ২-০ গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়েছিল। পরের ৯৭ সেকেন্ডে দুটি গোল করে ম্যাচে ফেরান এমবাপ্পে। অতিরিক্ত ৩০ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক করেন। কিন্তু দল জেতেনি। জিততে পারেননি বলেই এমবাপ্পে বিশ্বকাপের ট্র্যাজিক হিরো।

সর্বশেষ খবর