শিরোনাম
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ধারাভাষ্য দিতে অ্যামব্রোস এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

ধারাভাষ্য দিতে অ্যামব্রোস এখন ঢাকায়

ক্রিকেট ক্যারিয়ারে ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের ‘যমদূত’। কার্টলি অ্যামব্রোস ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড পেস বোলার। ক্রিকেট বিশ্বের পরিচিত মুখ। ৫৯ বছর বয়সী অ্যামব্রোস খেলা ছেড়েছেন বহু আগে। এখন ধারাভাষ্য দিচ্ছেন। ধারাভাষ্য দিতে ক্যারিবীয় পেস লিজেন্ড অ্যামব্রোস এখন ঢাকায়। এসেছেন ধারাভাষ্য দিতে। বিপিএলের ধারাভাষ্যকারদের মধ্যে কোনো সন্দেহ নেই সবচেয়ে বড় তারকা তিনি। ঢাকায় পা রেখে বিসিবির ভিডিও বার্তায় অ্যমব্রোস জানিয়েছেন তার ঢাকায় আসার উদ্দেশ্য, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটাতে আমি এখন এখানে (ঢাকায়)’। ইতোমধ্যে অ্যামব্রোস ধারাভাষ্য দিয়েছেন। গত জুন-জুলাইয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন। সফরে বাংলাদেশ টেস্ট ও টি-২০ সিরিজ হেরেছিল। তবে ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সফরটি প্রসঙ্গে কথা বলেন ক্যারিবীয় লিজেন্ড, ‘খুব বেশি দিন হয়নি, ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে বাংলাদেশ। আমি ওই সিরিজে ধারাভাষ্য দিয়েছি।’ ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’ অ্যামব্রোস ৯৮ টেস্ট ক্যারিয়ারে উইকেট নেন ৪০৫টি এবং ১৭৬ ওয়ানডে তার উইকেট সংখ্যা ২২৫টি। তবে ১৯৯৯ সালে বাংলাদেশের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি।

সর্বশেষ খবর