রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১

ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সারতে প্রতি বছরই সময় নেয় ক্রিকেট বোর্ড। আগে জুন-জুলাইয়ে চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করত। ২০২২ সালে নাম ঘোষণা করেছিল মার্চে। এবার সবাইকে চমকে জানুয়ারি মাসে টেস্ট, ওয়ানডে ও টি-২০-তিন ক্যাটাগরীর ২১ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বোর্ড। ১ জানুয়ারি-৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ থাকবে ক্রিকেটারদের সঙ্গে। নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি, মাহামুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ। নতুন করে চুক্তিভুক্ত হয়েছেন জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। টেস্ট, ওয়ানডে ও টি-২০- তিন সংস্করণে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এবারই প্রথম তিন সংস্করণে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ। গতবার তিন সংস্করণের চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন তিন ক্রিকেটারের সঙ্গে মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। টি-২০ থেকে মুশফিক অবসর নিলে তাকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডেতে। বাঁ হাতি পেসার শরীফুলকেও রাখা হয়েছে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে। দেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডে চুক্তিতে। নতুন চুক্তভুক্ত চার ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র টেস্ট সংস্করণে রয়েছেন জাকির হাসান ও সৈয়দ খালেদ হোসেন এবং টি-২০ সংস্করণে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।

ব্যাটে ও বলে গত বছর দারুণ কাটিয়েছেন মিরাজ। গত বছর শুধু টেস্ট ও ওয়ানডে সংস্করণে ছিলেন। এবার তিন সংস্করণেই নেওয়া হয়েছে। বাদ পড়া ইয়াসির নিয়মিত সদস্য টেস্ট, ওয়ানডে ও টি-২০ সংস্করণে। তার উপর টি-২০ বিশ্বকাপও খেলেছেন। কিন্তু ছন্দহীনতায় বাদ পড়েছেন। টি-২০ অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। অবশ্য পরে সাকিবের কাঁধে বর্তাইছে দলের নেতৃত্বের ব্যাজ। তারপরও সোহান টি-২০ সংস্করণের অন্যতম সদস্য। এবার তাকে টেস্ট সংস্করণে নেওয়া হয়েছে স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে রাখা হয়েছে শুধুমাত্র টেস্ট চুক্তিতে। মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন আগেরবারের মতো এবারও রয়েছেন ওয়ানডে ও টি-২০ চুক্তিতে। শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে চুক্তিতে রয়েছেন মুশফিকের সঙ্গে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টেস্ট ও টি-২০ চুক্তিতে রয়েছেন সোহানের সঙ্গে নাজমুল হোসেন শান্ত। শুধু টেস্টে রয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী।

সর্বশেষ খবর