রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুপার সিক্সে প্রথম ম্যাচেই হার মেয়েদের

ক্রীড়া ডেস্ক

সুপার সিক্সে প্রথম ম্যাচেই হার মেয়েদের

গ্রুপ পর্বের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৫ উইকেটে। একই দিন সুপার সিক্সে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ভারতকে, ইংল্যান্ড ১২১ রানে আয়ারল্যান্ডকে এবং নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে রুয়ান্ডাকে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ১০৬ রান। ওপেনার আফিয়া প্রত্যাশা ২১ রান করেন ৩৩ বলে ৩ চারে। মিষ্টি সাহা ১৪ বলে ১২, দিলারা আক্তার ২০ বলে ৩ চারে ১৭, স্বর্ণা আক্তার ২০ রান করেন ১৮ বলে ৩ চারে এবং সর্বোচ্চ ২৪ রান করেন সুমাইয়া আক্তার ২৮ বলে ১ চারে। অফ স্পিনার কায়লা রেনেকা ৪ উইকেট নেন ১৯ রানের খরচে। দক্ষিণ আফ্রিকান নারী যুবাদের টার্গেট ১০৭ রান। ৩৩ রানে ৪ উইকেট তুলে ম্যাচ জমিয়ে তুলেন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ মূল নারী দলে জায়গা পাওয়া স্বর্ণা। তিনি লেগ স্পিনে নেন ৩ উইকেট। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারবো মেসো ১০.৪ বলে ৭০ রান যোগ করে দলের জয় সহজ করেন। ল্যান্ডসম্যান ৩৮ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন মারুফা আক্তারের বলে। মেসো অপরাজিত থাকেন ৩২ রানে।

 

সর্বশেষ খবর