শিরোনাম
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিরোপা লড়াইয়ে কিংস-আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

ঘুরেফিরে শিরোপা লড়াইয়ে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীই। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুই ক্লাবই অপরাজিত রয়েছে। তবে কিংসই একমাত্র দল যারা প্রথম পর্বে কোনো পয়েন্টই নষ্ট করেনি। আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। ঢাকা আবাহনীও আট ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু তিন ড্র করে মূল্যবান ছয় পয়েন্ট হারিয়েছে। ১৮ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশ পুলিশ ও শেখ জামাল ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। আগামীকাল কিংস অ্যারিনায় নিজ ভেন্যুতে নবম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি। রবসনরা নিশ্চয়ই চাইবেন জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। তবে ড্র করলেও এক ম্যাচ আগেই প্রথম পর্বে শীর্ষে থাকা নিশ্চিত হয়ে যাবে কিংসের। ১৭ ফেব্রুয়ারি কুমিল্লায় ঢাকা আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে। ২৪ ফেব্রুয়ারি ঢাকা আবাহনী প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে আজমপুর উত্তরার বিপক্ষে। অর্থাৎ আবাহনী একক না হলেও যুগ্মভাবে এখনো প্রথম পর্বে শীর্ষে থাকতে পারে। তবে অঙ্কটা জটিল। আবাহনীকে দুই ম্যাচ জিতলেই হবে না, কিংসকেও টানা দুই ম্যাচ হারতে হবে।

আসা যাক সর্বোচ্চ গোলদাতার লড়াই। এবারও তা বিদেশিদের মধ্যে সীমাবদ্ধ। বসুন্ধরা কিংসের ডরিয়েলটন গোমেজ, শেখ রাসেলের এমফল উদোও, শেখ জামালের কার্নেলিয়াস স্টুয়াট ৭ গোল করে তিনজনই শীর্ষে রয়েছে। ঢাকা আবাহনীর ড্যানিয়েল কলিনড্রেস ৫ গোল করেছেন।

সর্বশেষ খবর