সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ক্লাব বিশ্বকাপ রিয়ালের

ক্রীড়া ডেস্ক

ক্লাব বিশ্বকাপ রিয়ালের

ফিফা ক্লাব বিশ্বকাপে পঞ্চম বিশ্বকাপ জয় করল রিয়াল মাদ্রিদ। শনিবার গভীর রাতে মরক্কোর রাজধানী রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ৫-৩ গোলে হারিয়েছে রিয়াল। সবমিলিয়ে ক্লাব বিশ্বকাপে পঞ্চম ট্রফি জয় করল স্প্যানিশ এ জায়ান্ট ক্লাব।

রোমাঞ্চকর এক ফাইনাল জয় করল রিয়াল মাদ্রিদ। আট গোলের লড়াইয়ে দাপট দেখিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলালও। ম্যাচের ১৩ মিনিটে ভিনিসাস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। তবে মারেগার ২৬ মিনিটের গোলে ব্যবধান কমায় সৌদি ক্লাব আল হিলাল। ৫৪ মিনিটে করিম বেনজেমা এবং ৫৮ মিনিটে ভালভার্দের গোলে ব্যবধান ৪-১ করে রিয়াল মাদ্রিদ। ৬৯ মিনিটে ভিনিসাস আরও একটি গোল করেন। আল হিলালের ভিয়েত্তো ৬৩ ও ৭৯ মিনিটে দুটি গোল করে সমর্থকদের মনে কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে রিয়াল মাদ্রিদই জয় নিয়ে মাঠ ছাড়ে। ২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালের পর আবারও ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করল রিয়াল মাদ্রিদ। এই টুর্নামেন্টে শিরোপা জয়ের সংখ্যায় আগেই এক নম্বরে ছিল দলটা। এবার ব্যবধান আরও বাড়িয়ে নিল। তিনবার ক্লাব বিশ্বকাপ জয় করে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তিও। তৃতীয়বারের মতো  কোচ হিসেবে এই শিরোপা জিতলেন তিনি। স্পর্শ করলেন স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলাকে। বার্সেলোনার কোচ হিসেবে ২০০৯ ও ২০১১ সালে এবং বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে ২০১৩ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেছেন গার্ডিওলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর