সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

উড়ছেন হলান্ড ছুটছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

উড়ছেন হলান্ড ছুটছে ম্যানসিটি

আরলিং হলান্ড খুব অল্প বয়সেই একজন তারকা হয়ে উঠেছিলেন। ফুটবল দুনিয়ায় তিনি নাম প্রতিষ্ঠা করতে সময় নিয়েছেন মাত্র কয়েক বছর। অস্ট্রিয়ান লিগে নাম কুড়িয়ে খেলেছেন জার্মান লিগে (বুরুসিয়া ডর্টমুন্ডে)। সেখান থেকে ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ এই ক্লাবের জার্সিতে নাম লিখিয়েছেন গত বছর। এই ক্লাবের জার্সিতে এরই মধ্যে ৩৭ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। তার দূরন্ত পারফরম্যান্সে ছুটে চলেছে ম্যানচেস্টার সিটিও। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে করলেন পাঁচ গোল। এবার এফএ কাপে করেছেন হ্যাটট্রিক। শনিবার তার ম্যাজিক্যাল পারফরম্যান্সে বার্নলিকে ৬-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। হলান্ড ৩২, ৩৫ ও ৫৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়াও আলভারেজ দুটি (৬২ ও ৭৩) এবং পালমার একটি (৬৮) গোল করেন। আরলিং হলান্ড চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে করেছেন ২৮ গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৬ ম্যাচে ১০ গোল। দুটি লিগেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিতে পারেন আরলিং হলান্ড। এক মৌসুমে সর্বোচ্চ গোল রেকর্ড দখলে রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে করেন ১৭ গোল। আর মাত্র ৮টা গোল করলেই রেকডটা নিজের করে নিতে পারেন আরলিং হলান্ড।

 

সর্বশেষ খবর