আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ৯৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় করেছেন ১১৭ রান। তার দুর্দান্ত এই ইনিংসেই বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। তবে জয়ের পেছনে অবদান ছিল তৌহিদ হৃদয়েরও। তিনি খেলেছেন ৬৮ রানের একটি ঝড়ো ইনিংস। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে শান্ত বলেন, ‘হৃদয় অসাধারণ ব্যাটিং করেছে। তার দৃঢ়তা আমাকেও অনুপ্রেরণা দিয়েছে।’
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে দারুণ আনন্দিত শান্ত।
এর আগে টেস্ট ক্রিকেটে দুটি সেঞ্চুরি করলেও ওয়ানডেতে এবারই প্রথম।