জি আফ্রো টি-টেন লিগে দারুণ বোলিং করছেন তাসকিন আহমেদ। পরশু রাতে মুশফিকুর রহিমের জোহানেজ বাফেলোজের বিপক্ষে দারুণ বোলিং করেন ডানহাতি ফাস্ট বোলার। যদিও তার দল বুলাওয়ে ব্রেভস হেরেছে ১৪ রানে। তারপরও টাইগার পেসারের বোলিং নজর কেড়েছে আলাদাভাবে। উইকেট না পেলেও রান দিয়েছেন ২ ওভারে মাত্র ৭। শুধু জি আফ্রো টি-টেন নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও ছন্দময় বোলিং করছেন তাসকিন। লঙ্কা প্রিমিয়ার ক্রিকেট লিগে (এলপিএল) খেলার জন্য তাসকিনকে প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অরা। তার সঙ্গে প্রস্তাব পেয়েছেন আরেক টাইগার তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। শোনা যাচ্ছে, এলপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি দেবে না তাসকিনকে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘খুব সম্ভবত তাসকিনকে খেলার জন্য অনুমতি দেবে না বিসিবি। তবে তৌহিদ হৃদয় খেলতে যাবে। শরিফুল আবেদন করেছে।’ জাফনা কিংসের পক্ষে খেলার জন্য তৌহিদ হৃদয়কে ৩ ম্যাচের জন্য অনুমতি দেবে ক্রিকেট বোর্ড। গল টাইটান্সের হয়ে এলপিএল খেলবেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-২০ লিগ খেলে টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব চলে যাবেন শ্রীলঙ্কায়। জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার মোহাম্মদ মিথুনও খেলবেন এলপিএল। ফাস্ট বোলার তাসকিনকে অনুমতি না দেওয়ার কারণ হিসেবে দেখানো হচ্ছে, ফিটনেস। এশিয়া কাপ ও বিশ্বকাপে শতভাগ ফিট তাসকিনকে চাইছে ক্রিকেট বোর্ড। এলপিএল ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। সে সময় বাংলাদেশের কোনো ঘরোয়া ক্রিকেট নেই। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কন্ডিশনিং ক্যাম্প চলবে বাংলাদেশ ক্রিকেট দলের। যা শুরু হবে ৩১ জুলাই। তাসকিন এর আগে কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের পক্ষে খেলার প্রস্তাব পেয়েছিলেন। জাতীয় দলের ব্যস্ততায় খেলার সুযোগ পাননি। এ ছাড়াও ডানহাতি ফাস্ট বোলার প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার। পিএসএলে মুলতান সুলতান্স ও আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের পক্ষে খেলার অনুমিত পাননি।
শিরোনাম
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
লঙ্কান লিগে খেলার অনুমতি পাচ্ছেন না তাসকিন
তাসকিন এর আগে কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের পক্ষে খেলার প্রস্তাব পেয়েছিলেন। জাতীয় দলের ব্যস্ততায় খেলার সুযোগ পাননি। এ ছাড়াও ডানহাতি ফাস্ট বোলার প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর