মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ তারকা দর্শকের ঢল নামবে। বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচ দেখবেন সাবেক তারকা ক্রিকেটার ও বলিউডের খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীরা। রাজনীতিবিদ, ব্যবসায়ী আরও কত ভিআইপি দর্শক। তবে আলাদাভাবে উচ্চারিত হবে একজনের নামই। তিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।
বেকহ্যাম বলেন, ‘ভারতে আছি বলে নয়। যদি দেশেও থাকতাম ফাইনাল দেখতে ভারতে ছুটে আসতাম। বাড়তি সেমিফাইনাল দেখারও সুযোগ পাচ্ছি। বলতে পারেন এটা আমার জন্য বোনাস পয়েন্ট।’ সেমিতে তিনি কাকে সাপোর্ট দেবেন তা বলেননি।