শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হলো শুটিং ফেডারেশনের নির্বাচিত কমিটি। আওয়ামী লীগ সরকার আমলে গঠিত অধিকাংশ ফেডারেশন দুর্নীতি ও অনিয়মে ছেয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ায় স্বচ্ছতা ও গতি ফিরিয়ে আনতে নির্বাচিত কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করে। বিতর্কে ভরপুর কেন জানি শুটিং ফেডারেশন চোখে পড়ছিল না। যাক, শেষ পর্যন্ত টনক নড়েছে দায়িত্বশীল কর্মকর্তাদের। ভেঙে দেওয়া হয়েছে ফেডারেশনটির বিতর্কিত কমিটি। গড়া হয়েছে অ্যাডহক কমিটি।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (্এনএসসি) সার্কুলার জারি করে আগের নির্বাহী কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন মাকসুদ জাহেরী। সহসভাপতি রোসো রউফ চৌধুরী ও আবদুস সালাম খান। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলেয়া ফেরদৌস। কমিটি গঠন নিয়ে টালবাহানা থাকায় শুটিং ফেডারেশনের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল। এখন নতুন কমিটি গতি ফিরিয়ে আনতে পারে কি না দেখার বিষয়।