মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারিয়েছে জায়ান্ট বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপে শিরোপা জিতে ফুটবলে নতুন মৌসুম শুরু করেছিল কিংস। এক সপ্তাহও পার হয়নি, এর মধ্যে ড্র করে পয়েন্ট হারালেন তপু, রাকিবরা। গতকাল পর্দা উঠেছে ফেডারেশন কাপ ফুটবলের। উদ্বোধনী দিনে চ্যাম্পিয়ন কিংস মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসির বিপক্ষে। কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গত মৌসুমে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ফর্টিসকে কিংস হারালেও লিগের দুই ম্যাচ ড্র করেছে। এবারের মৌসুমের প্রথম দেখাতেও পয়েন্ট ভাগাভাগি করল তারা।
মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপের শিরোপা লড়াইয়ে মোহামেডানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিংস। আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ সেই ম্যাচের বেস্ট ইলেভেনে কোনো পরিবর্তন আনেননি। ডরিয়েলটন, সানডে, রাফায়েলও মাঠে নেমেছিলেন। তারপরও কিংসকে কিং রূপে দেখা যায়নি। সচরাচর যেভাবে তারা প্রতিপক্ষকে চাপিয়ে রাখে তা কিন্তু দেখা যায়নি। এটা ঠিক ম্যাচে বেশির ভাগ সময়ে বল দখলে ছিল কিংসের খেলোয়াড়দের পায়ে। ফর্টিসও ছেড়ে কথা বলেনি। তারা আগের চেয়ে শক্তিশালী দল করেছে তা তাদের প্রথম ম্যাচেই প্রমাণ মিলেছে। যত ভালো দলই গড়ুক কিংসের তুলনায় তো কিছুই না। আগের ম্যাচে ডরিয়েলটন, সানডে ও রাফায়েল যে নৈপুণ্য প্রদর্শন করেছেন গতকাল তার অনেকটাই ছিলেন মøান। রক্ষণভাগও এলোমেলো ছিল।
কিংসের কপাল ভালো যে, তারা ম্যাচ হারেনি। খেলা যখন ১-১ অবস্থায় তখনি একেবারে শেষের দিকে গোল করে বসে ফর্টিস। সহকারী রেফারি অফ সাইড ধরায় গোল আর হয়নি। আবার কিংসের পয়েন্ট হারানোটাও সমর্থকরা মেনে নিতে পারছেন না। প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় কিংস। রাকিবের কাছ থেকে বল পেয়ে তিনি জালে জড়ান। ৮৫ মিনিট পর্যন্ত লিড ধরে রাখায় মনে হচ্ছিল কিংস জয় নিয়েই মাঠ ছাড়বে। তারিক কাজী নিজেদের জালে বল পাঠালে ম্যাচে সমতায় ফিরে ফর্টিস। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দুই দলকে মাঠ ছাড়তে হয়। এদিকে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান জয় দিয়েই ফেডারেশন কাপ শুরু করেছে। কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে। চ্যালেঞ্জ কাপে মøান থাকলেও গতকাল সাদা-কালোরা ছিল উজ্জীবিত। দুবার পিছিয়ে থেকেও তারা ম্যাচ জিতেছে। ম্যাচের ৯ মিনিটে ঈসা ফয়সালের গোলে পুলিশ এগিয়ে যায়। দুই মিনিট পর মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং গোল শোধ করেন। ৩০ মিনিটে ডানিলো আগস্টের গোলে পুলিশ প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায়। ৪৭ ও ৭৩ মিনিটে বোয়াটেংয়ের দুই গোলে জিতে যায় মোহামেডান। বোয়াটেং গত লিগে রহমতগঞ্জের হয়ে সর্বোচ্চ গোলদাতা হন। দুটি হ্যাটট্রিক, একটি ডাবল হ্যাটট্রিক ছিল তার। এবার ফেডারেশন কাপেই প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলেন। যা ঘরোয়া আসরে বিদেশি ফুটবলারের অনন্য এক রেকর্ড।