জাতীয় ক্রিকেটে তৃতীয় দিনেই ম্যাচ জিতেছে খুলনা। ২৭তম জাতীয় ক্রিকেট লিগে খুলনা ৭ উইকেটে হারিয়েছে বরিশালকে। খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ম্যাচের ফল হলেও ঘটেছে দুঃখজনক এক ঘটনা। বরিশালের ৪৭ বছর বয়সি ফিজিও হাসান আহমেদ হার্ট অ্যাটাকে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। জাতীয় ক্রিকেটে অন্য ম্যাচগুলোর মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ চতুর্থ দিন জিততে স্বাগতিক রাজশাহীর দরকার ২৬৪ রান। হাতে আছে ৬ উইকেট। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ড্রয়ের পথে এগোচ্ছে সিলেট ও ময়মনসিংহ ম্যাচ। অবিশ্বাস্য কিছু না হলে সিলেট আউটার স্টেডিয়ামেও ড্র হতে পারে ঢাকা-রংপুর ম্যাচ। জাতীয় ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন ময়মনসিংহের বাঁ-হাতি স্পিনার রাকিবুল ইসলাম। সিলেটের বিপক্ষে ৯ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড খান আবদুর রাজ্জাক রাজের, ৮৪ রানে ৯ উইকেট, ২০১২-১৩ মৌসুমে খুলনার পক্ষে চট্টগ্রামের বিপক্ষে নিয়েছিলেন। তিনিও আরও একবার ৯ উইকটে নিয়েছিলেন এক ইনিংসে।
খুলনায় প্রথম ব্যাটিংয়ে স্বাগতিকরা ৩১৩ রান করে প্রথম ইনিংসে। জবাবে বরিশাল প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় আফিফ হোসেন ধ্রুবর হ্যাটট্রিকে। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসেও খুব বেশি রান করতে পারেনি বরিশাল। ২২৪ রানে গুটিয়ে যায়। এবারও ২ উইকেট শিকার করেন আফিফ। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা আফিফ। ৩৮ রানের টার্গেটে ম্যাচ জিততে ৩ উইকেট হারায় খুলনা।
জাতীয় ক্রিকেটে অভিষেক হয়েছে ময়মনসিংহের। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহ প্রথম ইনিংসে ৪০১ রান করে জোড়া সেঞ্চুরিতে। আরিফ ইসলাম ১০১ ও আবু হায়দার রনি ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাবে সিলেট ৪৮৯ রান করে প্রথম ইনিংসটিতে। দলটির পক্ষে ওপেনার সৈকত আলি আউট হন ১৭৫ রানে। ইনিংসটি খেলেন ২৩২ বলে ১৯ চার ও ৮ ছক্কায়। ময়নমসিংহের অভিষেক ম্যাচেই রেকর্ড গড়া বোলিং করেছেন ময়মনসিংহের বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। সিলেটের ইনিংসের ১০ উইকেটের ৯টি নিয়েছেন একাই। তার বোলিং স্পেল ৫৫.৩-১০-১৬৮-৯। ৮৮ রানে পিছিয়ে ময়মনসিংহ গতকাল তৃতীয় দিন পার করেছে বিনা উইকেটে ৫৮ রান তুলে। আজ ৩০ রানে পিছিয়ে ব্যাটিং করবেন দুই অপরাজিত ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও শাহফিজুল ইসলাম। আউটার স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ৭৫ রানে এগিয়ে ঢাকা। প্রথম ইনিংসের ২২১ রানের জবাবে রংপুর ৩৫৮ রান করে। ১৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ঢাকার সংগ্রহ ২ উইকেটে ২১২ রান।