চলতি মাসের শুরুতে চায়না ওপেন জিতেছিলেন জ্যানিক সিনার। আর মাসের শেষে এসে এবার ভিয়েনা ওপেনের শিরোপা উঁচিয়ে ধরলেন ইতালির এ টেনিস তারকা। রবিবার ভিয়েনার আর্স্টে ব্যাংক ওপেনের ফাইনালে আলেকজান্ডার জেভেরেভকে ৩-৬, ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো এ ট্রফি জেতেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর এ তারকা। চলতি মাসে যা তার দ্বিতীয় এবং চলতি মৌসুমের চতুর্থ শিরোপা। এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন ওপেনের শিরোপা জেতেন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক সিনার। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারের পর এই প্রথম সিনারের বিপক্ষে খেলতে নামেন ভিয়েনা ওপেনের ২০২১ সালের চ্যাম্পিয়ন জেভেরেভ। এবারের ফাইনালে প্রথম সেটে জিতলেও পরের দুই সেটে আধিপত্য দেখিয়ে শিরোপা জিতে নেন ইতালির সিনার। ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি অস্ট্রেলিয়ান ওপেন, একটি উইম্বলডন ও একটি ইউএস ওপেনের ট্রফি জিতেছেন ২৪ বছর বয়সি এ তারকা।