চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ মোট ১৪টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলেছে। যার মধ্যে ৪টি হারলেও জিতেছে ৯টি ম্যাচ। চট্টগ্রামের এ ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৫ উইকেটে ২০৭ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে এ রান করে বাংলাদেশ। আর হংকংয়ের বিপক্ষে সর্বনিম্ন ১০৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।