ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সময়টা ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি। এমন পরিস্থিতিতে কোচ ইগর তুদোরকে বরখাস্ত করেছে জুভেন্টাস। তার পরিবর্তে মাসিমো ব্রাম্বিলাকে অন্তর্বতী কোচের দায়িত্ব দিতে পারে দলটি। সিরিএ-তে ইন্টার মিলানের বিপক্ষে সবশেষ ৪-৩ গোলের জয় পেয়েছিল তারা। অথচ টানা তিন জয় দিয়ে মৌসুম শুরু করেছিল ইতালিয়ান সিরিএর রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা। এরপর তিন হার ও পাঁচ ম্যাচ ড্র করেছে জুভেন্টাস। এমনকি সবশেষ চার ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। গতকাল লিগের অষ্টম সপ্তাহে ল্যাজিওর কাছে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস। ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে দলটি। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নাপোলি। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে দুটি ড্র ও একটি হেরেছে জুভেন্টাস।