থাইল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে টানা দুই পরাজয়ের মুখোমুখি হলো বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছেন আফঈদা খন্দকাররা। এবার দ্বিতীয় ম্যাচে পরাজিত হলেন আরও বড় ব্যবধানে। গতকাল ব্যাংককে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে থাইল্যান্ডের মেয়েরা। ম্যাচের শুরুর দিকে সমানতালে লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেননি পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচের ১২ মিনিটে হঠাৎ করেই ডিফেন্স ভেদ করা এক পাসে বল পেয়ে মাঝ মাঠের কাছাকাছি থেকে ছুটে এসে গোল করেন থাইল্যান্ডের অধিনায়ক সাওয়ালাক প্যাংগাম। ২৩ মিনিটে ব্যবধান বাড়ায় থাই মেয়েরা। এবারেও লম্বা পাসে বাংলাদেশের ডিফেন্স লাইন ভেদ করে তারা। জিরাপোর্ন মোঙকোলডি বল পেয়ে অনেকটা পথ ছুটে এসে প্লেসিং শটে গোল করেন। ২৯ মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার কিকে ডি বক্সে বল পেয়ে হেডে গোল করেন শামসুন্নাহার জুনিয়র। তবে প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই আরও এক গোল করে থাইল্যান্ড। ৩৪ মিনিটে ম্যাডিসন কাস্টিন লম্বা পাসে বল পেয়ে অনেকটা পথ ছুটে এসে গোলরক্ষক রূপনা চামকাকে বোকা বানিয়ে বল জালে জড়ান। তিনটা গোল একই রকম কাউন্ডার অ্যাটাক থেকে করেছে থাইল্যান্ড। ৫৪ মিনিটে ম্যাডিসন কাস্টিন ডান দিক থেকে আক্রমণে গিয়ে ডি বক্সের অনেকটা বাইরে থেকে গোল করেন। এবারেও রূপনা চাকমা গোলপোস্ট অরক্ষিত রেখে এগিয়ে যাওয়ায় গোল হজম করে বাংলাদেশ। ৫৮ মিনিটে জিরাপোর্ন মোঙকোলডির পেনাল্টি গোলে ব্যবধান ৫-১ করে থাইল্যান্ড।
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার প্রস্তুতি নিচ্ছে মেয়েরা। তবে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে অভিজ্ঞতা মোটেও ভালো হলো না। হাতে আর মাত্র কয়েক মাস। এর মধ্যে এশিয়ান কাপের জন্য মেয়েদের কতটা প্রস্তুত করতে পারবেন পিটার বাটলার?