সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপ ভলিবলের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। গতকাল রাউন্ড রবিন পর্বের ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ সেটে হেরে গেছে দলটা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশকে হারিয়ে দেওয়া আফগানিস্তান। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকালের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘অঘোষিত সেমিফাইনাল’ ছিল। প্রথম তিন ম্যাচে জয়ের পর তুর্কমেনিস্তানের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ায় ফাইনাল খেলা নিয়ে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে গতকাল আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনাল খেলতে পারত দলটা। প্রথম সেটে ২৫-২৩ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে সম্ভাবনাও জাগিয়েছিল। তবে পরের তিনটি সেট টানা জিতে ফাইনালে স্থান করে নেয় আফগানরা। টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেও পয়েন্টের হিসাবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করে। টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। গতকাল তুর্কমেনিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে পরাজিত করেছে। মালদ্বীপ এবারের টুর্নামেন্টে কোনো ম্যাচেই জিততে পারেনি। গতকাল দিনের অপর ম্যাচে নেপালকে ৩-০ সেটে পরাজিত করে শ্রীলঙ্কা।