লা লিগায় ৫ পয়েন্টে পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদের জন্য শিরোপার স্বপ্ন দেখাটা কঠিনই ছিল। তবে স্বপ্ন কেবল তাদেরই সত্যি হয়, যারা শেষ পর্যন্ত লড়াই করে। রিয়াল মাদ্রিদকে এ মন্ত্রেই বোধহয় দীক্ষা দিয়েছিলেন কার্লো আনসেলত্তি। শেষ দৃশ্যটা এখনো অনেক দূর। তবে রবিবার লা লিগায় এসপানিয়লকে ১-০ গোলে হারিয়ে শেষ দৃশ্যপটে শক্তিশালী চরিত্র হিসেবে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে আছে লস ব্ল্যাঙ্কোসরা!
কার্লো আনসেলত্তির জন্য এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে! রিয়াল মাদ্রিদ এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যে কোনো মুহূর্তেই বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে যেতে পারে লা লিগায়। রবিবারের ম্যাচ শেষে আনসেলত্তির কণ্ঠে ঝরে পড়ল উপচে পড়া আনন্দ- 'আমরা যেভাবে খেলেছি, এতে আমি দারুণ খুশি। আমরা শেষ পর্যন্ত গোল করার জন্যই লড়াই করেছি।' পেপে রাইনার ৫৫ মিনিটের গোলেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লুকা মড্রিচ ছিলেন গোলটার উৎস। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা গেরেথ বেলেরা এ ম্যাচে নিষ্প্রভই ছিলেন। তবে তাতে রিয়ালের তেমন সমস্যা হয়নি। ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদ এবার নিশ্চিন্তে শিরোপার দৌড়ে অংশ নিতে পারে। আনসেলত্তিও সে ইঙ্গিতই দিলেন। 'আমরা মাঝখানের দূরত্বটা ঘোচানোর জন্য তেমন কোনো সুযোগই পাইনি। এ কারণেই আজকের (রবিবারের) জয়টা খুবই গুরুত্বপূর্ণ।' তবে একধরনের বিরক্তির কথাও জানালেন রিয়াল মাদ্রিদের কোচ- 'একটা লিগ জয়ের জন্য ১০০ পয়েন্ট সংগ্রহ করাটা সত্যিই স্বাভাবিক নয়। কিন্তু স্প্যানিশ লিগে এর বিকল্পও নেই। এখানে তিনটি দলই দারুণ শক্তিশালী।' লা লিগা তো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোরই! বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। উভয় দলের জন্যই দুঃসংবাদ। লিগটা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার যে ইঙ্গিত তারা দিয়েছিল, তার শেষটা বোধহয় রবিবারই হয়ে গেল। রিয়াল মাদ্রিদ শেষ দৃশ্যে প্রবেশের পর এখন আর প্রশ্নাতীতভাবে শিরোপার লড়াইয়ে দুই দল থাকতে পারছে না। তবে আগামী ২২ মার্চই বোধহয় শিরোপার চূড়ান্ত লড়াইটা অনুষ্ঠিত হবে।