১৮ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন অলিম্পিক পদকজয়ী মেরি কম। নিজেই জীবনের যন্ত্রনাদায়ক অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় এ বক্সার। পরামর্শ দেন নারীদের প্রতিবাদী হওয়ার। নিজেকে আরও শক্ত-সমর্থ হিসেবে গড়ে তোলার।
মেরি বলেন, "আমি মহিলাদের উদ্দেশে বলব তাঁরা যেন এমন শারীরিক শিক্ষা নেন যাতে তাঁরা নিজেরাই যৌন নিগ্রহ রুখতে পারেন। ভয় না পেয়ে লড়াই করতে হবে।'' তিনি বলেন, ''এক রবিবার আমি রিক্সা করে গির্জায় প্রার্থনা করতে যাচ্ছিলাম। আমার পরণে ছিল র্যাপঅ্যারাউন্ড। হঠাৎ রিকসাওয়ালা আমার হাত ধরে টেনে আমাকে নিগ্রহের চেষ্টা করে। আমি যেহেতু শারীরিক ভাবে ফিট ছিলাম তাই লড়তে পেরেছিলাম। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে মহিলাদের কতখানি শক্ত হতে হয়।"