গত বৃহস্পতিবার বার্সা ভক্তদের আনন্দিত হওয়ার জন্য বেশ কয়েকটি উপলক্ষ ছিল। লিওনেল মেসি কেবল মাঠেই ফেরেননি, দেখা দিয়েছেন সেই পুরনো রূপে। জাভি হার্নান্দেজ ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ খেলতে নামছেন। ভক্তরা উল্লাসে মাততে পারতেন নির্দ্বিধায়। কিন্তু বিপত্তি বাধালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গেটাফের বিপক্ষে ম্যাচের ২৩তম মিনিটেই গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হন তিনি। মাঠ ছেড়ে যান ২৮তম মিনিটে। দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ার সময় নেইমারকে দেখে একজন সাধারণও বলতে পারেন, এ ইনজুরি সহজে শেষ হওয়ার নয়! তবে নেইমারের বিদায়ের পরও মেজিক্যাল মেসির ছন্দময় ফুটবলে বার্সেলোনা জয় পেয়েছে ২-০ গোলে। দুই লেগে ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা।
ফিফা ব্যালন ডি অর থেকে বঞ্চিত হয়েছেন মেসি। স্বাগত জানিয়েছেন বিজয়ী রোনালদোকে। বলেছেন, রোনালদোই ছিল এ পুরস্কারের যোগ্য। কিন্তু গত চার বছরে ব্যালন ডি অরের মঞ্চটা লিওনেল মেসিরই হয়ে গিয়েছিল। সেই হিসাবে মনের কোণে হয়তো কিছুটা অভিমান জমা হয়েছিল আর্জেন্টাইন জাদুকরের! গত বৃহস্পতিবার কি সেই অভিমানটাই জাদুকরী মেসিকে ফিরিয়ে দিল! ম্যাচের ৪৪তম মিনিটে টেলোর পাস থেকে গোলটাকে অতি সাধারণ বলে মনে হতে পারে। নাহ, এ গোলটাকে মেসিময় বলা যায় না। কিন্তু ৬৩তম মিনিটে যে গোলটা করলেন, তা এককথায় মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা হয়ে থাকবে! গেটাফের রক্ষণভাগ থেকে বল বার্সেলোনার সীমানায় আসার আগেই বল পেয়ে যান মেসি। এরপর দুজন গেটাফে ডিফেন্ডারের চ্যালেঞ্জকে উপেক্ষা করে গোলরক্ষক কডিনাকে বোকা বানান বাঁ পায়ের জাদুতে। এ গোলের মাধ্যমেই লিওনেল মেসি কোপা দেল ডে কাপে সর্বোচ্চ গোলদাতা হলেন (৪টি)। মেসি সেই পুরনো রূপে ফিরলেও নেইমারকে হারিয়েছে বার্সেলোনা। নেইমারের বিদায়ে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন মেসিই। ম্যাচ শেষেই বলে দিলেন, 'আমরা আশা করি, ইনজুরিটা তেমন গুরুতর নয়। তাকে আমাদের প্রয়োজন রয়েছে। দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।' লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের অধিকাংশ দায়িত্বই পালন করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।জাভি হার্নান্দেজ ক্যারিয়ারের আরেকটি মাইলফলকে পেঁৗছে গেলেন। গেটাফের বিপক্ষে ম্যাচের ৭০তম মিনিটে সেস ফ্যাব্রিগাসের পরিবর্তে মাঠে নেমে ৭০০তম ম্যাচ খেললেন এই স্প্যানিয়ার্ড। দীর্ঘদিন আগেই জাভি হার্নান্দেজ বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এবার তিনি নতুন মাইলফলকই স্থাপন করলেন।