পেরেরা ৯৫ রানে আউট হওয়ার পর দ্বিতীয়দিন ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। বিনা উইকেটে ১৯ রান তুলে দিন পার করেছিল তারা। গতকাল তৃতীয়দিন দুই অপরাজিত ব্যাটসম্যান খুররম মঞ্জুর ও আহমেদ শেহজাদ দলকে টেনে নিয়ে যান ১১৪ রান পর্যন্ত।
কিন্তু দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতকে কাজে লাগাতে পারেনি পাকিস্তান। ৬ উইকেটে ২৯১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। চাপের মুখে রয়েছে ১৩৭ রানে পিছিয়ে থেকে। ১৪৭ রান করেছেন শেহজাদ ও ৫২ রান করেছেন মঞ্জুর।