পর্তুগালের সেরা ফুটবলার কে? নানাজনের নানা মত। কারও মতে ইউসেবিও। কেউ মনে করেন 'সিআর সেভেন' বা ক্রিস্টিয়ানো রোনালদো। আবার কারও মতে লুইস ফিগো। সেরার লড়াইয়ে নিজের নাম রাখতে নারাজ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক উইঙ্গার ফিগোর মতে, রোনালদো নয়, ইউসেবিও পর্তুগালের সেরা ফুটবলার।
এবারের বিশ্বকাপে ফেবারিটদের কাতারে ফেলা হয়নি পর্তুগালকে। 'ডি' গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ঘানা। প্রথম খেলা ১৬ জুন, প্রতিপক্ষ জার্মানি। ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ২৬ জুন ঘানা। গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে খেলার সম্ভাবনা রয়েছে রোনালদোদের। ফিফা বিশ্বসেরা ফুটবলারকে কিংবদন্তি হতে হলে বিশ্বকাপ জিততে হবে। ফিগো বলেন, 'বিশ্বকাপ জিততে না পারলে রোনালদোকে পেলে কিংবা পেলেদের কাতারে রাখা যাবে না। কিংবদন্তি ফুটবলার হতে হলে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে। বিশ্বকাপ জিতলেই লোকে ফুটবলারদের কিংবদন্তি করে দেয়। পর্তুগাল ছোট দেশ। বিশ্বকাপ জিততে পারলে লোকেও রোনালদোকে সেই মর্যাদা দেবে।' অবশ্য পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ইউসেবিও বিশ্বকাপ জিততে পারেননি। তারপরও তাকে এগিয়ে রেখেছেন ফিগো, 'অনেকেই জানতে চেয়েছেন রোনালদো পর্তুগালের সেরা ফুটবলার কি-না? আমি বলব ইউসেবিওর উপরে কেউ নেই। অবশ্য রোনালদোর পক্ষে আরও অনেক রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। তারপরও ইউসেবিওই সেরা।' সিআর সেভেন ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন এবার। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ।
আজ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে রিয়ালের পক্ষে খেলতে নামবেন রোনালদো। খেললেও পুরোপুরি ফিট নন তিনি। তার ফিটনেসের খবর নিয়মিতই রাখছেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর পরই রোনালদোর ফিটনেস পরীক্ষার কথা বললেন বেন্তো, 'আমার কাছে রোনালদোর ফিটনেস নিয়ে অনেক তথ্য আছে। রোনালদোর শারীরিক অবস্থা জানতে প্রতিদিনই রিয়ালের সঙ্গে যোগাযোগ রাখছেন পর্তুগালের ডাক্তাররা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার পর তার ফিটনেস দেখা হবে।' বিশ্বসেরা ফুটবলারের ওপর নির্ভর করেই পর্তুগিজ কোচ তার ছক আঁকবেন জানান বেন্তো, 'রোনালদোর সঙ্গে অন্য ফুটবলারদের তুলনা চলে না। তার ওপর নির্ভর করেই দলের কৌশল ঠিক করব।'