লন্ডন ডনোভন দীর্ঘদিন অধিনায়ক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৫৬ ম্যাচে গোল করেছেন ৫৭টি। তারপরও ডনোভন কোচ ক্লিন্সম্যানের মন কাড়তে পারেননি। বিশ্বকাপের ২৩ সদস্যের চূড়ান্ত দলে ঠাঁই হয়নি ডনোভনের। ব্রাজিল বিশ্বকাপে জি গ্রুপে যুক্তরাষ্ট্রের খেলাগুলো ১৬ জুন ঘানা, ২২ জুন পর্তুগাল ও ২৬ জুন জার্মানির সঙ্গে।
দল : গোলরক্ষক : টিম হাওয়ার্ড, ব্র্যাড গুজান ও নিক রিমান্ডো । ডিফেন্ডার : দামারকাস বিসলি, জিওফ ক্যামেরন, ফ্যাবিয়ান জনসন, উমর গনজালেস, ম্যাট বেসলার, টিমোথি চ্যান্ডলার, জন ব্রুকস ও দিয়ান্দ্রে ইয়েডলিন। মিডফিল্ডার : মাইকেল ব্র্যাডলি, জার্মেইন জোনস, কাইল বেকারম্যান, আলেসান্দ্রো বিদয়া, গ্রাহাম জুসি, মাইকেল ডিসকারুড, ব্র্যাড ডেভিস ও জুলিয়ান গ্রিন। ফরোয়ার্ড : ক্লিন্ট ডিম্পসি, জোজি আলটিডোর, ক্রিস উন্ডোলভস্কি ও আরুন জনসন।