বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অসাধারণ বোলিং করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ভালো বোলিং করলেও জায়গা পাননি জাতীয় দলের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে। অবশ্য তাইজুল এখন বাংলাদেশ 'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন। গতকাল ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তাতে কোনো চমক নেই। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন স্কোয়াডে। সিরিজকে সামনে রেখে মুশফিক বাহিনীর অনুশীলন শুরু ২৬ মে। চন্ডিকা হাতুরাসিংহে হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু ভারত সিরিজে জাতীয় দলকে অনুশীলন করাবেন সারওয়ার ইমরান। সফরে ভারত প্রথম ওয়ানডে খেলবে ১৫ জন। এরপর ১৭ ও ১৯ জুন পরের দুটি ওয়ানডে। সবগুলো ওয়ানডেই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, আবদুর রাজ্জাক রাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েশ, শামসুর রহমান শুভ, মুমিনুল হক সৌরভ, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহাগ গাজী, মো. মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাবি্বর রহমান।