ঘরের মাঠে রাজস্থান রয়েলসকে ১৬ রানে হারিয়ে তালিকার শীর্ষে উঠে এল প্রীতি জিনতার পাঞ্জাব।
গতকাল শুক্রবার প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৭৯ তোলে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। শুরুতেই উইকেট হারিয়ে সমস্যায় পরে যায় রাজস্থান। কিন্তু পরে এসে দলের হাল ধরার চেষ্টা করেন হজ ও ফাকনার।
১৮ বলে ৩১ রান তোলেন ব্র্যাড হজ। তিনি টিকে থাকলে হেরেও যেতে পারত পঞ্জাব। কিন্তু পঞ্জাব উইকেট কিপার ঋদ্ধিমান সাহার বুদ্ধিদীপ্ত স্ট্যাম্পিংয়ের জন্য প্যাভেলিয়নে ফিরতে হয় তাকে। তার পর এসে ১৩ বলে ৩১ রান করেন ফাকনার। তিনি অপরাজিত থাকলেও তার হাতে আর সময় ছিল না।