অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভাদের মতো লিজেন্ড ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন। তাই বলে খুব বড় মানের তারকা ক্রিকেটার নন চন্ডিকা হাতুরাসিংহে। কোচিং বিশ্বে র্যাঙ্কিংয়ে উপরের দিকে নয় অবস্থান। তারপরও পরিচিত মুখ ক্রিকেট বিশ্বের কোচিং মহলে। সহকারী কোচ ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট দলের। কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ার নিওসাউথ ওয়েলসেকে। কোচ ছিলেন মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনদের। এখন বাংলাদেশের হেড কোচ। দায়িত্ব নেওয়ার পর কথাবার্তা শুনে মনে হয়েছে রাশভারী লোক। তবে খুব উচ্চাভিলাষী নন। বাস্তবতাকে মেনে কৌশল ঠিক করেন। সবচেয়ে বড় গুণ, নিজের ওপর অগাধ বিশ্বাস। আস্থা রয়েছে বলেই মুশফিকুর রহিমদের দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দুই বছর পর ক্রিকেটকে এমন একটা জায়গায় রেখে যাবেন, যেখানে প্রতিপক্ষরা সমীহ করবে এবং ধারাবাহিকভাবে জিততে থাকবে বাংলাদেশ। সেই পরিকল্পনার প্রথম ধাপে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজে। আটলান্টিক মহাসাগরের পাড়ঘেঁষা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা দেওয়ার আগে টানা ৯ ম্যাচ হেরে মানসিকভাবে বিধ্বস্ত মুশফিকরা। সেই রূঢ় অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে চান মুশফিকরা। ফিরে আসতে চান জয়ের ট্রাকে। হাতুরাসিংহের টিপসে, কোচিংয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারে টাইগাররা, সময় বলবে। তবে গ্রেনাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বড় জয় তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাসে ফুয়েল ঢেলেছে ঘুরে দাঁড়ানোর। আজ ওস্টেজ ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে তে জয়ের আশা করছেন টাইগার অধিনায়ক।
২০১১ সালের বিশ্বকাপের পর থেকেই তরতর করে উপরে উঠছিল টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ। ২০১২ সালের এশিয়া কাপে দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে জায়গা করে নিয়েছিল এশিয়া কাপের ফাইনালে। যদিও ২ রানে হেরেছিল পাকিস্তানের কাছে। ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত ‘টিম বাংলাদেশ’ হিসেবে লড়াই করেছেন মুশফিকরা। কিন্তু ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজ থেকে হারিয়ে ফেলে সুর, তাল, লয়। ডিসেম্বর থেকে গত আট মাসে টাইগাররা ওয়ানডে খেলেছে ১০টি। হেরেছে টানা ৯টি। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেটি ভেস্তে যায় বৃষ্টিতে। টানা ৯ হারের মধ্যে রয়েছে আফগানিস্তানের মতো আনকোড়া এক দলের কাছে নাকাল হওয়ার গল্পও। অবশ্য এই টাইগাররাই নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করেছে। হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সেই হারানো গৌরব আবারও ফিরে পেতে চান মুশফিকরা। কাল গ্রেনাডায় অনুশীলন শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন ভালো খেলে ছন্দে ফিরতে চান, ‘ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। তাদের বিপক্ষে ভালো খেলতে চাই। ভালো খেললেই একটি পজেটিভ রেজাল্ট আসবে। যদিও গত কয়েকটা মাস আমাদের ভালো কাটেনি। কিন্তু সেসব এখন অতীত। আমরা সামনের দিকে তাকাতে চাই। কোচও আমাদের সব কিছুকে ভুলে নতুন করে সামনে এগোনোর কথা বলেছেন।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত যে ২৫টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, তাতে ৭টিতে জয় এবং হার ১৬টি। ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের স্বর্ণালি সময় ২০০৯ সালে। স্বাগতিকদের টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওই সফরের নায়ক ছিলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ থাকায় দলের সঙ্গে যেতে পারেননি বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার। সাকিব দলে না থাকায় সাদা চোখে দলের শক্তি হ্রাস মনে হলেও বিষয়টি নিয়ে ভাবতে চাইছেন না দলীয় ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার, ‘সাকিব দলের অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু তাকে ছাড়া আমরা অনেক ম্যাচ জিতেছি। তাকে ছাড়াই যখন খেলতে হবে, তখন এসব ভাবার কারণ দেখছি না।’ ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলে ১৯৯৯ সালের বিশ্বকাপে। ডাবলিনের ওই ম্যাচে হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন জয়ের বিপক্ষে হেরেছে চারটি। গ্রেনাডায় এবার নিয়ে দ্বিতীয়বার খেলতে নামছে টাইগাররা। ২০০৪ সালে প্রথম সফরের তৃতীয় ম্যাচটি গ্রেনাডায় খেলেছিলেন বাশার। কার্টেল ওভারের ম্যাচে ১১৮ রান করে ৭ উইকেটে হেরেছিল বাশারবাহিনী। গ্রেনাডায় এখন ভরা বর্ষা। বৃষ্টি ঝরছে যখন-তখন। আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২০০৭ বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ৫ মিলিয়ন ডলার খরচে পুনর্নির্মিত সেন্ট জর্জেসের গ্রেনাডা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটির আউট ফিল্ড খুবই উন্নত মানের। তাই খেলা পণ্ড হওয়া সম্ভাবনা কম। একাদশ বাছাই করতে প্রস্তুতি ম্যাচে ১৩ ক্রিকেটার খেলান কোচ। ইমরুল কায়েস ছাড়া পারফরম্যান্স করেছেন বাকিরা। তাই একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তারপরও তিন পেসার খেলার সম্ভাবনা রয়েছে আজ। অভিজ্ঞ মাশরাফি বিন মর্তুজার সঙ্গী হওয়ার সম্ভাবনা বেশি আল-আমিন ও তাসকিন আহমেদের। যদি ব্যাটসম্যান বেশি খেলানো হয়, তাহলে বসে থাকতে হবে রাজ্জাক কিংবা সোহাগ গাজী- যে কোনো একজনকে।
আজ প্রথম ওয়ানডে
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, রাজ্জাক রাজ/সোহাগ গাজী, তাসকিন আহমেদ ও আল-আমিন
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- ৬৭ টেস্ট, ৪৩০১ রান: বিদায় বললেন রোহিত শর্মা
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
জয়ের মিশনে নামছে টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর