ইন্ডিয়ান সুপার লিগের আসরে এবার দেখা যাবে পৃথিবীর দীর্ঘতম গোলকিপার ক্রিস্টোফ ভ্যান হাউট। বেলজিয়ামের ছ’ফুট ১০ ইঞ্চির এই গোলরক্ষককে দলে নিয়েছে দিল্লি ডায়নামোস। এর আগেও ম্যাডস জুঙ্কার মোর্টেন কৌবো এই দলে নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন হাউট।
বর্তমানে বেলজিয়ামের বিখ্যাত ফুটবল ক্লাব কেআরসি জেঙ্ক'র হয়ে খেলছেন তিনি। ভারতে খেলার সুযোগ পেয়ে হাউট বলেন,‘ আমি ভারতে খেলার জন্য মুখিয়ে রয়েছি। ভারতে ফুটবলের প্রচুর সমর্থক রয়েছে। ভারতীয় পরিবেশে খেলাটা উপভোগ করতে চাই।’
হাউটকে দলে পেয়ে দিল্লির কোচ হার্ম ভ্যান ভেলধোবেন বলেন,‘ হাউট দুর্দান্ত গোলকিপার। আমাদের বিশ্বাস দিল্লির গোলপোস্টে ও ভয়ঙ্কর হয়ে উঠবে। পেনাল্টি শুটআউটে ওর উচ্চতা একটা বড় অ্যাডভান্টেজ।’