ব্রাজিল বিশ্বকাপের দুই ফাইনালিস্টরা আবার মাঠে নামছে একটি প্রীতিম্যাচ খেলার জন্য। সেপ্টেম্বরের ৩ তারিখে ডাজেলফোর্ডে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং রানার্স আপ আর্জেন্টিনা। আর এ উপলক্ষ্যে ২০ সদস্যের নাম ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।
আর্জেন্টিনার নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেরার্ডো মার্টিনো। আলজান্দ্রো স্যাবেলার এ উত্তরসূরি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, সাবেল্লার রেখে যাওয়া দলকে নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। তিনি তার রাখলেন। সাবেল্লার ঘোষিত বিশ্বকাপ দলের ২৩ জনের দল থেকেই তিনি বেছে নিয়েছেন ফুটবলারদের।
সাবেল্লার দলে থাকা তিনজন খেলোয়াড় মার্টিনোর দলে জায়গা পাননি। তারা হলেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ফারনান্দো গ্যাগো ও গোলরক্ষক অস্টিন ওরিন এবং নিউওয়েলস ওল্ড বয়েজের উইঙ্গার ম্যাক্সি রদ্রিগেজ।
তবে মার্টিনোর দলে এ তিনজন ফুটবলার জায়গা না পেলেও তারা বাদ পরেননি বলে জানায় আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন এএফএ। এএফএ থেকে জানানো হয় এ তিনজন তাদের ক্লাবের হয়ে প্রথম বিভাগ ফুটবলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই তাদের জার্মানির বিপক্ষে দলে রাখা হয়নি।