কমেছে নিষেধাজ্ঞার মেয়াদ। সুযোগ পেয়েছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার। প্রিমিয়ার ক্রিকেটের দলবদলে নাম লিখেছে গাজী ট্যাংকে। খেলবেন এশিয়ান গেমসে। খেলার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষেও। সব মিলিয়ে এখন অনেক বেশি চাপমুক্ত সাকিব আল হাসান। বিসিবিও চাইছে ফের মাঠে আসুক সাকিব। খেলুক দলের হয়ে। চাইছে বলেই বাংলাদেশ 'এ' দলের হয়ে অনুশীলনের সুযোগ দিয়েছে বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারকে। কাল সেই সুযোগেই এ দলের সঙ্গে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন এই বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশের সেরা ক্রিকেটারদের তালিকায় সবার উপরের দিকেই থাকবে সাকিবের নাম। পারফরম্যান্স নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু আচার-আচরণ নিয়ে প্রশ্ন সবার। আচরণগত সমস্যার জন্যই বারবার দলীয় শৃঙ্খলা ভেঙেছেন। নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন দুই দুইবার। প্রথমবার অশালীন আচরণের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিন ওয়ানডে। এরপর ৭ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসৌজন্যমুলক আচরণ ও কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়ে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সব ধরনের ক্রিকেটে। ২০ জুলাই শাস্তির মেয়াদ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন বিসিবির কাছে। সেই আবেদনের প্রেক্ষিতে বিসিবি গত ২৬ আগস্ট সভা করে সিদ্ধান্ত নেয় তার শাস্তির মেয়াদ কমানোর। ৩১ ডিসেম্বর থেকে কমিয়ে সেটা আনা হয় ১৫ সেপ্টেম্বর। ফলে জিম্বাবুয়ে সিরিজ, এশিয়ান গেমস ও প্রিমিয়ার ক্রিকেটে খেলার সুযোগ পান সাকিব।
নিষেধাজ্ঞার জন্য অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি সাকিব। সাকিববিহীন বাংলাদেশের পারফরম্যান্সও যাচ্ছেতাই। হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে। যদিও বৃষ্টিতে ভেস্তে গেছে টি-২০ ম্যাচটি। ওয়ানডে সিরিজে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। অথচ ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এছাড়া ২০০৯ সালে বাংলাদেশ যখন প্রথম সিরিজি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং হোয়াইটওয়াশ করেছিল, ওই সফরের নায়ক ছিলেন সাকিব। এবার অনুপস্থিতি হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন মুশফিকরা। ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বীকারও করেছেন টাইগার অধিনায়ক। তবে এটাও সত্যি, সাকিবকে ছাড়া অনেক ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের।