প্রকৃতি দুহাত উজার করে দিয়েছে সেন্ট ভিনসেন্টকে। একপাশে শান্ত ক্যারিবীয় উপসাগর, অন্য পাশে সবুজের মিশেলে পবর্ত। উত্তাল আটলান্টি মহাসাগর ও শান্ত ক্যারিবীয় উপসাগরের তীরঘেঁষা দ্বীপটির রাজধানী কিংসটাউনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। দুই টেস্ট ম্যাচ সিরিজে ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিয়েছেন মুশফিকুর রহিম, নাসির হোসেন, তামিম ইকবালরা। ওয়ার্নার পার্কে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ড্র হয়েছে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি। হার-জিত না হলেও ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনটা বেশ ভালোভাবেই সেরেছেন মুশফিকরা। সেই আত্মবিশ্বাস নিয়ে পাঁচ বছর পর সুখস্মৃতির কিংসটাউনে আবারও টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। প্রায় তিনশ বছর আগে স্থাপিত শহরটিতে এর আগে বাংলাদেশ টেস্ট খেলেছিল ২০০৯ সালে। ওই টেস্টটি টাইগাররা জিতেছিল ৯৫ রানে।
টানা নয় হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যান মুশফিকরা। সেই তিক্ত স্বাদ থেকে ফিরতে পারেনি ক্যারিবীয় সফরে। হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে। সিরিজের প্রথমটি ছাড়া দাঁড়াতেই পারেনি বাকি দুটিতে। গড়ে তুলতে পারেনি কোনো প্রতিদ্বন্দ্বিতা। ফলে গত ১০ মাসে টানা ১২ হারের নতুন এক রেকর্ড গড়ল বাংলাদেশ। টানা হারে মুশফিকদের আত্মবিশ্বাস এখন ঠাঁই হয়েছে আটলান্টিকের গহিনে। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার শেষ নেই টিম ম্যানেজম্যান্টের। ব্যাপক পরিবর্তন এনেছে ওয়ানডে সিরিজ স্কোয়াডে। দেশে ফিরিয়ে আনা হয়েছে মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক রাজ. মো. মিথুন ও সোহাগ গাজীকে। সোহাগ ফেরত এসেছেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য। পাঠানো হয়েছে তাইজুল ইসলাম, শফিউল ইসলাম সুহাশ, রবিউল ইসলাম শিবলু, শুভাগত হোম ও ইলিয়াস সানিকে। ইলিয়াসের পাঠানোটা জন্ম দিয়েছে বিস্ময়ের।প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন উপরের সারির ব্যাটসম্যানরা। ১৮৬ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ার পর সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক মুশফিক ও নাসির। দুজনে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ১৯১ রান। মুশফিক ১০৬ রানে অপরাজিত থাকলেও নাসির সাজঘরে ফিরেন ১০০ রান করে। জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে স্বাগতিক সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৩৯৯ রান করে। দলের পক্ষে শিবনারায়ন চন্দরপাল ১৮৩ ও জেফার্স করেন ১১৮ রান। ৪০ বছর বয়স্ক চন্দরপাল টেস্ট খেলবেন বাংলাদেশের বিপক্ষে। টাইগারদের বিপক্ষে ৬ টেস্ট খেলে রান করেছেন ৬২৭। এরমধ্যে রয়েছে ২০৩ রানের অপরাজিত একটি ডাবল সেঞ্চুরিও। দ্বিতীয় ইনিংসে মুশফিকবাহিনীর সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪৮। তামিম ৪৩ ও শামসুর রহমান ৪৬ রানে রিটায়ার্ড হার্ট হন। বোলিংয়ে অভিষেকের দ্বারপ্রান্তে দাঁড়ায়ে থাকা শুভাগত ও তাইজুল উইকেট নিয়েছেন ৩টি করে।
পাঁচ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সিরিজ জায়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার জন্য এবার যেতে পারেননি বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার। কিংসটাউন দলের পাশাপাশি তামিমের কাছে সুখকর এক নাম। পাঁচ বছর আগে এখানে খেলেছিলেন ১২৮ রানের ইনিংস। ওই ইনিংসটিই জয়ের ভিত গড়ে দিয়েছিল টাইগারদের। হয়েছিলেন ম্যাচ সেরা। অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের। ব্যাটিংয়ে দুই ইনিংসে ১৭ রান করলেও উইকেট নিয়েছিলেন ৮টি। পাঁচ বছর আগের আত্মবিশ্বাসকে পুঁজি করেই শুক্রবার কিংসটাউনে নামছেন মুশফিকরা।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
এবার টেস্টের প্রস্তুতি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর