ভাষা এবং খাবার, বড় সমস্যা। কোরিয়ানরা নিজেদের ভাষা ছাড়া ইংলিশ তেমন একটা বোঝে না। আর পই পই করে ঘুরেও ভাতের দেখা পাওয়া যায় না। এ দুটি বিষয় ছাড়া যেন বাকি সব কিছুই হাতের মুঠোয়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে কোরিয়ানরা অনেক এগিয়ে। লাইফস্টাইল এতোই সহজ যে, যা আগে কল্পনাতেও ছিল না। গেমসের ভেন্যুগুলো দূরে দূরে হলেও যেতে কোনো সমস্যাই হয় না। কোরিয়ায় সব কিছুই যেন নতুন নতুন, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে পাবলিক গাড়িগুলোও। পুরাতনের কোনো স্থান নেই।
বেশ কিছু ডিসিপ্লিনের ক্ষেত্রেও লেগেছে নতুনত্বের ছোঁয়া। হকিতে প্রথমবারের মতো হলুদ রঙের নতুন বল দিয়ে খেলা হচ্ছে। দুই হাফের পরিবর্তে নতুন নিয়মে খেলা হবে চার হাফে। আর এসব নানা রকম নতুনত্ব মেনে নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ হকি দল।
প্রথম ম্যাচেই জাপানের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি চয়নরা। সত্যিই কি জাপান প্রতিপক্ষ হিসেবে ‘কঠিন’, কাল ইনচেনের সিনক হকি স্টেডিয়ামে কোচ নাভিদ আলমের আত্মবিশ্বাস দেখে তা মনে হয়নি। বাংলাদেশি কোচ যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জাপানকে। নাভিদ বলেন, ‘ছেলেরা শতভাগ খেলতে পারলে জাপানকে হারানো অসম্ভব নয়।’ আত্মবিশ্বাস অধিনায়ক চয়নের চোখে-মুখে, দেখা যাক কী হয়। আমরা জয়ের জন্যই মাঠে নামব। নাভিদ বলেন, ‘জাপান কঠিন প্রতিপক্ষ এটা ঠিক। ওদের র্যাঙ্কিং ভালো। কিন্তু আমার ছেলেরাও অনেক বেশি আত্মবিশ্বাসী। মানসিক এবং শারীরিকভাবেও সবাই চাঙ্গা। আমাদের দলে একটুখানি যা ঘাটতি তা কৌশলে নয়, অভিজ্ঞতায়। তরুণ এই দলটিকে নিয়েই আমার চ্যালেঞ্জ।’ সুনির্দিষ্ট করে টার্গেট জানতে চাইলে বলেন, ‘খেলার প্রথম থেকেই যদি বল নিয়ন্ত্রণে রাখতে পারে তবে জয় পাওয়া কঠিন হবে না। আর প্রথমেই যদি ১-২টা গোল দিতে পারি তাহলে তো কথাই নেই।’ কোচ মনে করেন, তরুণ দল হলেও বাংলাদেশের এই দলটি যেকোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। হয়তো এই এশিয়ান গেমসেই তা দেখা যাবে। সিঙ্গাপুরকে তো হারাতেই হবে, কোচের বিশ্বাস জাপান কিংবা মালয়েশিয়ার মধ্যে অন্তত এক ম্যাচে জিতবে বাংলাদেশ।
হকির ঙ্কিংয়ে জাপান ১৮তম, আর বাংলাদেশ ৩৮তম। একে কোনো ফ্যাক্টরই মনে করেন না নাভিদ আলম। কেননা এশিয়ান গেমসের মেজাজটাই আলাদা। তা ছাড়া কোরিয়ানদের আচরণে মানসিকভাবে কিছুটা খারাপ অবস্থায় রয়েছে জাপানের খেলোয়াড়রা। একটি কোট পিনকে কেন্দ্র করে জাপানিজ হকি দলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে কোরিয়া। কি ছিল ওই ছোট্ট কোট পিনে? জাপানের সাংবাদিক কিউবো নাগিকোকে জিজ্ঞেস করতেই দ্রুত ব্যাগ থেকে বের করে দেখালেন লাল-সাদা রঙের সূর্য ও নিচে কালো স্টেপ- যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতীকের মতো দেখতে। তাই কোরিয়ানদের এত আপত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ছিল দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ। সে সময় জাপানিজদের কারণে চরম মূল্য দিতে হয়েছিল কোরিয়াকে। সে কথা এখনো ভুলে যায়নি তারা।
কোরিয়ানদের আচরণকে জাপানিজরা যে সহজভাবে নেয়নি, তা বোঝা গেল মেইন মিডিয়া সেন্টারে। পাশাপাশি বসা দুই সাংবাদিক বিষয়টি নিয়ে আলোচনা করছিল। তবে এই বিষয়টি জাপানিজদের মনে প্রভাব ফেলুক বা না ফেলুক জাপানের কোচ ফুজিহারা নোবুউকি কিন্তু বাংলাদেশকে অনেক বেশি গুরুত্ব দিলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। ওদের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আছে। তবে কাল (আজ) আমরা জয়ের টার্গেট নিয়েই খেলব। যদিও আমাদের টার্গেট স্বর্ণ, আপাতত ম্যাচ বাই ম্যাচ জিততে চাই।’
সব শেষ মাঠে জাপানের সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছিল চার বছর আগে গুয়াংজু এশিয়াডে। সেবার এক গোলে এগিয়ে থেকে বাংলাদেশ হেরেছিল ৩-১ ব্যবধানে। এবারও জাপানের দলটা অনেক ভালো। তাদের সেরা ডিফেন্ডার নাগাসাওয়া খেলেন জার্মান লিগে। ইউরোপিয়ান লিগেও খেলেন কয়েকজন। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশি খেলোয়াড়রা। কিছুদিন আগে ঘরের মাঠে ওয়ার্ল্ড হকি লিগে শ্রীলঙ্কা ও হংকংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জুবায়ের হাসান নিলয় বললেন, ‘আমার টার্গেট একটাই- জয়।’ যদি সত্যি সত্যি প্রথম ম্যাচেই জাপানের মতো প্রতিপক্ষকে হারাতে পারে বাংলাদেশ, সেটা হবে নিকট অতীতে হকির সাফল্য। এমন সাফল্য দেখার জন্যই তো অপেক্ষা করছে ১৬ কোটি মানুষ।
শিরোনাম
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
এশিয়াড হকি
বাংলাদেশকে সমীহ করছে জাপানও
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর