ইনচেন এশিয়ান গেমসে হকিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে চয়নরা প্রথম ম্যাচে লড়বে জাপানের বিপক্ষে। একসময়ে শক্তির দিক দিয়ে দুই দলের মান সমান থাকলেও এখন জাপান অনেক এগিয়ে গেছে। এতটা মজবুত অবস্থানে যে, বাংলাদেশের জয়ের আশা ক্ষীণ বলা যায়। শুধু জাপান নয়, গ্রুপে চয়নদের লড়তে হবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফেবারিট স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শক্তির বিচারে গ্রুপে একমাত্র সিঙ্গাপুরকে হারানোর সম্ভাবনা রয়েছে। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেছিলেন, পদক জেতার সম্ভাবনা না থাকলেও প্রতিটি ম্যাচে ভালো খেলার চেষ্টা করব। গত এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থান ছিল আটে। এবার চয়নদের লক্ষ্য পাঁচ কিংবা ছয়। উদ্বোধনী ম্যাচে কেমন করবে? পাঁচ বা ছয়ে থাকা সম্ভব কিনা তা জানতে চাওয়া হয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় জুম্মন লুসাইয়ের কাছে। জুম্মনকে শুধু তারকা খেলোয়াড় বললে ভুল হবে। বাংলাদেশের হকির ইতিহাসে যদি পাঁচজন সেরা হকি খেলোয়াড়কে বাছাই করা হয় তাহলে জুম্মনের নাম উচ্চারিত হবে।
অভিজ্ঞতা দিয়েই জুম্মন এবার এশিয়ান গেমসে দলের অবস্থান কী হতে পারে তা তুলে ধরেছেন। তিনি বলেন, হকি ফেডারেশন খেলোয়াড়দের প্রস্তুতির কমতি রাখেনি। আমি বলব এর আগে এশিয়ান গেমসের জন্য এত দীর্ঘ সময়ে অনুশীলন হয়নি। তারপরও বাস্তবতা হচ্ছে গ্রুপে সিঙ্গাপুর ছাড়া কারও সঙ্গে জেতার সম্ভাবনা দেখছি না। রবিবার উদ্বোধনী ম্যাচে জয় নয় জাপানের সঙ্গে ড্র করলেই বড় প্রাপ্তি বলব। তারও সম্ভাবনা নেই বললেই চলে। জাপান এখন আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। দিনের পর দিন তারা ইমপ্রুফ করছে। আর বাংলাদেশ পিছিয়ে গেছে যত্নের অভাবে। সম্ভাবনা ছিল অথচ হকির উন্নয়ন নিয়ে কোনো সরকারই চিন্তা করেনি। একসময় আমরা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছি। একবার চিন্তা করুন শক্তির দিক দিয়ে ওরা কোথায় চলে গেছে। সুতরাং তাদের সঙ্গে ড্র করাটাই এখন স্বপ্ন মনে হয়। তবে মালয়েশিয়া তুলনামূলক শক্তিশালী হলেও তাদের সঙ্গে কিছুটা লড়াই করার সামর্থ্য রয়েছে। তবে সিঙ্গাপুরকে হারানোর ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। জুম্মন বলেন, এখন হকির যে মান তাতে যদি এশিয়ান গেমসে পাঁচ বা ছয় নম্বরে থাকে তাহলে বড় সাফল্য হিসেবেই চিহ্নিত হবে। বাস্তবতা হচ্ছে এই সম্ভাবনাও ক্ষীণ বলা যায়। কেননা ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার সেমিফাইনাল নিশ্চিতই বলা যায়। বাকি দল হিসেবে যাওয়ার সমান সম্ভাবনা রয়েছে জাপান ও মালয়েশিয়ার। যারা বাদ পড়বে তারাও তো পজিশন ম্যাচ খেলবে। চীন, ওমান ও শ্রীলঙ্কাও লড়বে এখানে। সিঙ্গাপুরকে আমি কোনো শক্তিই মনে করছি না। কিন্তু চীনকে টপকে বাংলাদেশের ৬ নম্বরে থাকাটা খুবই টাফ হবে। ওমান ও শ্রীলঙ্কাকেও আমি ফেলে দিতে পারি না।
এসব হিসাব করলে বাংলাদেশের পাঁচ কিংবা ছয়ে থাকার কথা নয়। অবশ্য বাংলাদেশ যে পারবেই না তা আমি বলব না। দলে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে। বিশেষ করে চয়ন, নিলয় পুস্করকে আমি খুবই উঁচুমানের খেলোয়াড় বলব। এই দলে যদি সাসপেন্ড করা চার খেলোয়াড় জিমি, জাহিদ, কামরুজ্জামান ও পিন্টু থাকত তাহলে শক্তি আরও বৃদ্ধি পেত। হকি ফেডারেশনের উচিত ছিল চার খেলোয়াড়ের শাস্তি মওকুফ করে তাদের এশিয়ান গেমসে খেলতে দেওয়া।
শিরোনাম
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
জিমিদের এশিয়ান গেমসে পাঠানো উচিত ছিল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর