ইনচেন এশিয়ান গেমসে হকিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে চয়নরা প্রথম ম্যাচে লড়বে জাপানের বিপক্ষে। একসময়ে শক্তির দিক দিয়ে দুই দলের মান সমান থাকলেও এখন জাপান অনেক এগিয়ে গেছে। এতটা মজবুত অবস্থানে যে, বাংলাদেশের জয়ের আশা ক্ষীণ বলা যায়। শুধু জাপান নয়, গ্রুপে চয়নদের লড়তে হবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফেবারিট স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শক্তির বিচারে গ্রুপে একমাত্র সিঙ্গাপুরকে হারানোর সম্ভাবনা রয়েছে। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেছিলেন, পদক জেতার সম্ভাবনা না থাকলেও প্রতিটি ম্যাচে ভালো খেলার চেষ্টা করব। গত এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থান ছিল আটে। এবার চয়নদের লক্ষ্য পাঁচ কিংবা ছয়। উদ্বোধনী ম্যাচে কেমন করবে? পাঁচ বা ছয়ে থাকা সম্ভব কিনা তা জানতে চাওয়া হয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় জুম্মন লুসাইয়ের কাছে। জুম্মনকে শুধু তারকা খেলোয়াড় বললে ভুল হবে। বাংলাদেশের হকির ইতিহাসে যদি পাঁচজন সেরা হকি খেলোয়াড়কে বাছাই করা হয় তাহলে জুম্মনের নাম উচ্চারিত হবে।
অভিজ্ঞতা দিয়েই জুম্মন এবার এশিয়ান গেমসে দলের অবস্থান কী হতে পারে তা তুলে ধরেছেন। তিনি বলেন, হকি ফেডারেশন খেলোয়াড়দের প্রস্তুতির কমতি রাখেনি। আমি বলব এর আগে এশিয়ান গেমসের জন্য এত দীর্ঘ সময়ে অনুশীলন হয়নি। তারপরও বাস্তবতা হচ্ছে গ্রুপে সিঙ্গাপুর ছাড়া কারও সঙ্গে জেতার সম্ভাবনা দেখছি না। রবিবার উদ্বোধনী ম্যাচে জয় নয় জাপানের সঙ্গে ড্র করলেই বড় প্রাপ্তি বলব। তারও সম্ভাবনা নেই বললেই চলে। জাপান এখন আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। দিনের পর দিন তারা ইমপ্রুফ করছে। আর বাংলাদেশ পিছিয়ে গেছে যত্নের অভাবে। সম্ভাবনা ছিল অথচ হকির উন্নয়ন নিয়ে কোনো সরকারই চিন্তা করেনি। একসময় আমরা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছি। একবার চিন্তা করুন শক্তির দিক দিয়ে ওরা কোথায় চলে গেছে। সুতরাং তাদের সঙ্গে ড্র করাটাই এখন স্বপ্ন মনে হয়। তবে মালয়েশিয়া তুলনামূলক শক্তিশালী হলেও তাদের সঙ্গে কিছুটা লড়াই করার সামর্থ্য রয়েছে। তবে সিঙ্গাপুরকে হারানোর ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। জুম্মন বলেন, এখন হকির যে মান তাতে যদি এশিয়ান গেমসে পাঁচ বা ছয় নম্বরে থাকে তাহলে বড় সাফল্য হিসেবেই চিহ্নিত হবে। বাস্তবতা হচ্ছে এই সম্ভাবনাও ক্ষীণ বলা যায়। কেননা ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার সেমিফাইনাল নিশ্চিতই বলা যায়। বাকি দল হিসেবে যাওয়ার সমান সম্ভাবনা রয়েছে জাপান ও মালয়েশিয়ার। যারা বাদ পড়বে তারাও তো পজিশন ম্যাচ খেলবে। চীন, ওমান ও শ্রীলঙ্কাও লড়বে এখানে। সিঙ্গাপুরকে আমি কোনো শক্তিই মনে করছি না। কিন্তু চীনকে টপকে বাংলাদেশের ৬ নম্বরে থাকাটা খুবই টাফ হবে। ওমান ও শ্রীলঙ্কাকেও আমি ফেলে দিতে পারি না।
এসব হিসাব করলে বাংলাদেশের পাঁচ কিংবা ছয়ে থাকার কথা নয়। অবশ্য বাংলাদেশ যে পারবেই না তা আমি বলব না। দলে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে। বিশেষ করে চয়ন, নিলয় পুস্করকে আমি খুবই উঁচুমানের খেলোয়াড় বলব। এই দলে যদি সাসপেন্ড করা চার খেলোয়াড় জিমি, জাহিদ, কামরুজ্জামান ও পিন্টু থাকত তাহলে শক্তি আরও বৃদ্ধি পেত। হকি ফেডারেশনের উচিত ছিল চার খেলোয়াড়ের শাস্তি মওকুফ করে তাদের এশিয়ান গেমসে খেলতে দেওয়া।
শিরোনাম
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জিমিদের এশিয়ান গেমসে পাঠানো উচিত ছিল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর