ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবার আগে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ জয়ের প্রত্যাশা করেছিলেন। কারণ গত ২০০৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ বাদে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
প্রত্যাশাটা আকাশচুম্বি ছিল। কারণ যে দল ঘরের মাঠে টানা ৯ ওয়ানডে ম্যাচে জয়ের মুখ দেখেনি, তাদের পক্ষে বিদেশের মাটিতে জয় ছিনিয়ে আনার প্রত্যাশা করাটা বোকামি ছাড়া কিছুই নয়। সামর্থ্য নিয়ে কারো প্রশ্ন না থাকলেও বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের ব্যর্থতার বৃত্তে যে বন্দি হয়ে আছে তা সবারই কম-বেশি জানা। তাই প্রত্যাশা মাফিক ফলাফলও আসেনি।
জয়তো দূরের কথা ওয়ানডে ও টেস্ট সিরিজ দুটোতেই হোয়াইট-ওয়াশ বাংলাদেশ। হোয়াইট-ওয়াশ কিংবা ধবল-ধোলাই বাংলাদেশের জন্যে নতুন কোন শব্দ নয়। তবে বিগত কয়েক বছরের পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেট থেকে এই শব্দটা মুছে গিয়েছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকে ওয়াইট-ওয়াশ শব্দটা বাংলাদেশের পিছু ছাড়ছে না। ব্যতিক্রম হয়নি ওয়েস্ট ইন্ডিজেও।
ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার গ্লানি নিয়ে শনিবার সকাল ৯টায় ঢাকা পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল।। মাস খানেকের সফর শেষে ক্লান্ত গোটা দল। ব্যর্থতার ছায়া রয়েছে ক্রিকেটারদের চোখে-মুখে।বিমানবন্দরে পা রাখতেই সমর্থকদের উপচে পড়া ভিড়। প্রিয় খেলোয়াড়কে পাশে পেয়ে উচ্ছ্বাসিত অনেকেই। কিন্তু টাইগারদের মুখের হাসি কেড়ে নিয়েছে তাদের পারফরমেন্স।