সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে যখন পা রাখেন মুশফিকুর রহিমরা, তাদের অবয়বে ফুটে উঠেছে তখন দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরেছে টাইগাররা। একদিকে ভ্রমণ ক্লান্তি, অন্যদিকে টানা হারের ধকল- সব মিলিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা ক্রিকেটারদের! হারের বৃত্ত ভেঙে জয়ের ট্রাকে উঠে আসার পথ নির্দেশনা না থাকায় মিডিয়ার মুখোমুখি হতে চাইছিলেন না ক্রিকেটাররা। তারপরও মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিক। উত্তর দিয়েছেন ঠিকই। কিন্তু তাতে ছিল না প্রাণের স্পন্দন। বিমর্ষচিত্তেই জানিয়েছেন, অধিনায়ক পরিবর্তন, স্কোয়াডে পরিবর্তন, ভালোর জন্য ক্রিকেট বোর্ড যা সিদ্ধান্ত নিবে, মাথা পেতে নিবেন।
গত ডিসেম্বর থেকে হেরেই চলেছেন মুশফিকরা। এই হারের তালিকায় রয়েছে অবাক হওয়ার মতো দুই দুটি নাম, আফগানিস্তান ও হংকং। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের কাছে হেরেছে এশিয়া কাপে। এক সময়কার ব্রিটিশ কলোনি হংকংয়ের কাছে হেরেছে টি-২০ বিশ্বকাপে। এই দুই আনকোরা দেশের কাছে হার মানসিকভাবে বিধ্বস্ত করেছে মুশফিকদের। সেখান থেকে বের হতে পারেনি টাইগার ক্রিকেটাররা। পারেনি বলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হয়েছে পুরোপুরি। প্রয়োজনীয় সময়ে ধারাবাহিক ক্রিকেট খেলতে না পারায় ক্যারিবীয় সফরে নাকাল হতে হয়েছেন বলেন টাইগার অধিনায়ক, ‘সফরে যে রকম ফল পাওয়া উচিত ছিল, সেটা না পাওয়া দুর্ভাগ্য। ওয়ানডে সিরিজে আমরা যেভাবে শুরু করেছিলাম, শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারিনি। টেস্টেও একই অবস্থা। পুরো সিরিজ বিশ্লেষণ করলে দেখা যাবে, কিছু কিছু সময় ভালো খেলেছি। একটি শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। যা আমরা পারিনি। তবে ভবিষ্যতে ভালো করতে হলে সুযোগগুলোকে কাজে লাগাতে হবে।’ সুযোগগুলোরও ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আউট হয়ে গিয়েছি। আবার দলের প্রয়োজনে ব্রেক থ্রু দিতে পারিনি। বোলাররা দীর্ঘ সময় একই রকম বোলিং করতে পারেনি। তবে আমি মনে করি ব্যর্থতার মূল কারণ, ব্যাটসম্যানরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতা থেকে বেরুতে ভবিষ্যতে এই বিভাগ নিয়ে আরও কাজ করতে হবে।’
গত ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু। এরপর গত নয় মাসে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ, ওয়েস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। কিন্তু হার ছাড়া সাফল্যের হাসি হাসতে দেখা যায়নি। টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল টাইগাররা। তাও আবার আফগানিস্তান ও নেপালের বিপক্ষে। এমন দলের যখন পারফরম্যান্স, তখন তার দায়ভার স্বাভাবিকভাবেই চলে আসে অধিনায়কের উপর। দায়ভার নিতে প্রস্তুত কি না-প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘এটা আমার উপর নির্ভর করে না। আমি আগেই বলেছি, খারাপ সময়ে ছেড়ে যাওয়া খুব কঠিন। ভালো সময় ফেরানোই আমার লক্ষ্য। আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। যারা আমাকে দায়িত্বে এনেছেন, তারাই সিদ্ধান্ত নিবেন। সত্যি বলতে এ বছরটা একেবারেই ভালো যাচ্ছে না দলের। আমরা সবাই একসঙ্গে থাকার চেষ্টা করছি দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য। এজন্য সভার সহযোগিতা চাই।’
২০১১ সালের বিশ্বকাপের পর দায়িত্ব নেন জাতীয় দলের। তার হাত ধরেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ। তার নেতৃত্বেই পরাশক্তি শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ড্র করে বাংলাদেশ। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। অথচ নির্মম পরিহাস; প্রশ্ন উঠেছে তার দল পরিচালনা নিয়ে। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়কের প্রস্তাবও উঠে এসেছে। সিদ্ধান্ত বোর্ডের বলেন মুশফিক, ‘অধিনায়ক মনোনয়নের বিষয়টি বোর্ডের। এ বিষয়ে আমি নই, ওনারাই ভালো বলতে পারবেন। দলের জন্য যা ভালো হবে, সেটাই তারা করবেন। আমি তাদের সঙ্গে একমত।’
টানা হারের ধকল নিয়ে আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্ট ও পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলের পরিবর্তন দরকার মনে করেন মুশফিক, ‘টিম কম্বিনেশনে পরিবর্তন আসা উচিত। আমাদের কন্ডিশনে প্রতিপক্ষ বিবেচনা করেই স্কোয়াড করা উচিত। তবে এটাও ঠিক যারা ফর্মে নেই, তাদের সহায়তা করা উচিত। তামিম রান পাচ্ছিল না। এই সিরিজে রান করেছে। রিয়াদ (মাহমুদুল্লাহ) ভাইও রানে ফিরেছেন।’
দীর্ঘ এক মাসের সফর শেষে কাল সকালে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। ফিরে আসা ক্রিকেটারদের ১০জনই আবার ইনচেন এশিয়ান গেমসে অংশ নিতে ঢাকা ছাড়বেন ২৬ সেপ্টেম্বর। কিন্তু হারের ধাক্কা সামলে কতটা ভালো করবেন সেখানে, সময় তা বলবে।
শিরোনাম
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
যে কোনো সিদ্ধান্ত মানতে প্রস্তুত মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর