আইসিসি তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছে- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষেই দুঃসংবাদটি শুনেন সোহাগ গাজী। খবরটি শুনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন শুরুতে। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েননি। নিজের উপর অগাধ বিশ্বাস রয়েছে বলেই আত্মবিশ্বাসী ছিলেন সোহাগ। ইংল্যান্ডের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ২০টি ক্যামেরার সামনে গত পরশু বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সময় তাই কোনো ভয় কাজ করেনি। বরং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিয়েছেন এবং ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন কাল বিকালে। একই দিন বোলিং অ্যাকশন পরীক্ষায় অংশ নিয়েছেন জিম্বাবুয়ের অফ স্পিনার প্রসপার উতসেয়া। সোহাগের পরীক্ষার ফল আগামী ১৪-২০ দিনের মধ্যে দেওয়ার কথা আইসিসির।
বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়েন সোহাগ। গতকাল বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় পরীক্ষা দেন। পরীক্ষার সময় ৬ ওভার বোলিং করেন। বোলিং করেন ওভার দ্য উইকেট এবং রাউন্ড দ্য উইকেটে। বোলিং করার আগে আইসিসির একজন কর্মকর্তার উপস্থিতিতে দুজন ডাক্তার শুরুতে তার উচ্চতা, ওজন পরীক্ষা করেন। এরপর জানতে চান, হাতে কোনো ইনজুরি আছে কি না। কিংবা জন্মের পর ডান হাতে কোনো সমস্যা ছিল কি না? এসব জানার পরই পরীক্ষা দেন। পরীক্ষা শেষে সোহাগ জানতে চান উপস্থিত ডাক্তারের কাছে, ‘সামনে আমার অনেক খেলা। ফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে?’ ডাক্তার তাকে জানিয়েছেন, তার খেলতে কোনো বাঁধা নেই রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত। সোহাগ কাল ঢাকায় ফিরে জানিয়েছেন ডাক্তারের আশ্বস্তের কথা, ‘ডাক্তারের কাছে জানতে চেয়েছিলাম, বোলিং অ্যাকশনে কোনো সমস্যা আছে কি না? ডাক্তার আমাকে আশ্বস্ত করেছেন। আমি তার কথা শুনে স্বস্তিবোধ করছি। তারপরও অপেক্ষায় থাকছি ফলের জন্য।’ সোহাগ গাজীর আগে বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাককে বোলিং অ্যাকশনের জন্য পরীক্ষা দিতে হয়েছিল দুইবার। নিষিদ্ধও হয়েছিলেন রাজ্জাক। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরেন ক্রিকেটে। সোহাগ দ্বিতীয় টাইগার বোলার, যার বোলিং প্রশ্নবিদ্ধ। অবশ্য একই সিরিজে ডান হাতি পেসার আল-আমিনের বোলিং অ্যাকশনও প্রশ্নের সম্মুখীন হয়েছে।
শিরোনাম
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
পরীক্ষার পর আত্মবিশ্বাসী সোহাগ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর