পূর্বেই ধারণা করা হচ্ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর ‘নিষিদ্ধ’ পেসার মোহাম্মদ আমিরের। ঘটনাটি এবার সত্য প্রমাণিত হলো। তাই শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ঘরোয়া ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই আলোচিত পেসারের।
আজ বৃহস্পতিবার ক্রিকেটর সবোচ্চ সংস্থা আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ছয় মাস জেল খাটতে হয় আমিরকে। ক্রিকেটকে নাড়িয়ে দেয়া যে ঘটনায় বড় শাস্তির মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ ও ব্যাটসম্যান সালমাট বাটও। যারা এখনো নিষেধাজ্ঞার কবলে আছেন।
চলতি বছরের ২ সেপ্টেম্বর আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন সময় আমিরের আচরণ ও সহযোগিতায় সন্তুষ্ট হয়ে আইসিসি ও আকসু পাক স্পিড স্টারের শাস্তি মওকুফে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। যাতে শাস্তি শেষ হওয়ার পর দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন ২২ বছর বয়সী এ প্রতিভাবান পেসার।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব