কাতারে অনুষ্ঠেয় ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল পূর্ব পরিকল্পিত জুন-জুলাইয়ের পরিবর্তে নভেম্বর-ডিসেম্বর মাসে আয়োজন করা উচিত। সেই সঙ্গে টুর্নামেন্টের আকারও কিছুটা ছোটো করে আনার সুপারিশ করা হয়েছে। ফিফার একটি টাস্কফোর্স দুবাইয়ে বৈঠক শেষে এসব সুপারিশ করেছে। খবর বিবিসির
গ্রীষ্মকালে অর্থাৎ মে-জুল-জুলাইয়ে কাতারের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। গড়পড়তায় তখন তাপমাত্রা থাকে ৩৫ ডিগ্রির মতো। তাই গ্রীষ্মকালে বিশ্বকাপ হলে তা খেলোয়াড় ও ভক্তদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন উদ্বেগের মধ্যে টাস্কফোর্সটি দুবাইয়ে বৈঠক করে।
টাস্কফোর্সটির নেতৃত্ব দিয়েছেন শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। আগামী মাসের ১৯ ও ২০ তারিখে সু্ইজারল্যান্ডের জুরিখে ফিফার এক্সিকিউটিভ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তখনই টাস্কফোর্সের এ সুপারিশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
তবে ম্যাচ বা অংশগ্রহণকারী দল কমিয়ে টুর্নামেন্টের আকার ছোটো করে আনার কোনো পরিকল্পনা নেই বলে ফিফা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। কাতার বিশ্বকাপে ৩২টি দলের অংশগ্রহণে ৬৪টি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এদিকে, ইতোমধ্যেই শোনা যাচ্ছে যে ২০২২ সালের ২৬ নভেম্বর থেকে কাতার বিশ্বকাপ শুরু হবে। আর শেষ হবে ২৩ ডিসেম্বর।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ