'বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে। সাকিব এবং মুশফিককে অনেক বেশি নিচের দিকে নামানো হয়েছে। সাবি্বর ব্যাট করতে পারে, তাকে ওপরের দিকে সুযোগ দেওয়া উচিত। তবে একথা ক্ষোভের সঙ্গেই বলতে হচ্ছে যে, তামিমকে সরিয়ে দেওয়ার সময় এসেছে এখন।' -বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে হারার পর এভাবেই নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন টাইগারদের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। শুধু পন্ট কেন, এমন প্রশ্ন অনেকেরই? কেন দেশের সেরা দুই ব্যাটসম্যান সাকিব আর মুশফিককে নামানো হবে ছয় ও সাত নম্বরে? মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ৩৩৩ রানের টার্গেট টপকে জয় ছিনিয়ে আনা তো আর চাট্টিখানি কথা নয়। কিন্তু অসম্ভবও তো নয়। তবে উইকেট থেকে ব্যাটসম্যানরা যেভাবে সহায়তা পাচ্ছিলেন, তাতে ভক্তদের ধারণা ছিল হয়তো তিনশর কাছাকাছি স্কোর করতে পারবে বাংলাদেশ। কিন্তু কাল মাশরাফিরা তো পুরো ৫০ ওভার ব্যাটিংই করতে পারলেন না। ২৪০ রানেই অলআউট। ব্যাটিং অর্ডারে সাকিব-মুশফিককে দেরিতে নামানোকেই দায়ী করছেন অনেকেই। মেলবোর্নের মাঠ অনেক বড়। ছক্কা-চার হাঁকানো অনেক কঠিন। তবে সিঙ্গেল বের করা যায় অনায়াসে। তাই বাংলাদেশের দরকার ছিল শুরুর দিকে উইকেট ধরে রেখে স্কোরকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু বাংলাদেশ ১০০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। যদিও ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব-মুশফিক মিলে ৬৪ রান করে দলের স্কোর লম্বা করতে সহযোগিতা করেন। তবে তিন-চারে সাকিব মুশফিক নামলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত। দুই তারকা একটা লম্বা ইনিংস খেললে ব্যাটিং পাওয়ার প্লে ও শেষের ১০ ওভারে বেশি রান করে বড় স্কোর করতে পারত বাংলাদেশ। আট নম্বরে নামা সাবি্বর রহমানও দারুণ ব্যাটিং করেছেন। বাংলাদেশের ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরিটাও এসেছে তার ব্যাট থেকেই। তাই উপরের দিকে সুযোগ পেলে হয়তো আরও ভালো করতে পারতেন তিনি।