ইংরেজ ক্রিকেটের অন্ধ ভক্তখ্যাত 'বার্মি আর্মি'র উপস্থিতি গতকাল অ্যাডিলেড ওভালের গ্যালারিতে বেশ সরবই ছিল। সংখ্যায় টাইগার ভক্তদের তুলনায় কিছুটা বেশিই। তবে প্রতিটা বাউন্ডারিতে, উইকেট পতনে, ছক্কার মারে এমনকি ভালো কোনো স্টোকে টাইগার ভক্তরা যে উৎসব করেছে তার কাছাকাছিও ছিল না বার্মি আর্মিরা। 'পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে' কিংবা 'একটি বাংলাদেশ, জাগ্রত জনতা' গানে স্টেডিয়াম এলাকা আকর্ষণ করছিল অ্যাডিলেডকেই। বার্মি আর্মির উপস্থিতি ম্লান হয়ে যায় টাইগার ভক্তদের গানের ছন্দে। মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরির পথে সারাক্ষণই সঙ্গী ছিলেন অ্যাডিলেড ওভালের টাইগার সমর্থকরা। কখনো গেয়ে কখনো হাত তালি দিয়ে সমর্থন দিয়ে গেছেন রিয়াদকে। প্রিয় দলকে। অন্যদিকে বার্মি আর্মিরাও গ্যালারি দখলের চেষ্টায় রত ছিলেন নিয়ত। তবে টাইগার সমর্থকদের সঙ্গে কখনোই পেরে উঠেনি তারা। বার্মি আর্মিদের সম্পর্কে প্রথমবারের মতো বিশ্ব জেনেছিল অস্ট্রেলিয়ান মিডিয়ার কল্যাণে। ১৯৯৪/৯৫ মৌসুমে অস্ট্রেলিয়ান মিডিয়া বহুরঙা ইংরেজ সমর্থকদের 'বার্মি আর্মি' নাম দিয়েছিল। এরপর থেকেই বিশ্বব্যাপী মিডিয়াগুলো রং বেরঙের ইংরেজ ক্রিকেট ভক্তদের নিয়ে বিভিন্ন প্রতিবেদন ছাপতে শুরু করে। গতকাল বার্মি আর্মিরা টাইগার ভক্তদের উচ্ছ্বাস আর ক্রিকেটারদের দুরন্ত ফর্ম দেখে বিস্মিত হয়েছেন। এদের মধ্যে অনেকেই বাংলাদেশের অধিনায়কের নাম জানেন না। বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করেছেন, তোমাদের অধিনায়কের নাম কি? সাকিবের প্রসংশায় পঞ্চমুখ বার্মি আর্মিরা। ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতেই ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান।